BRAKING NEWS

অযোধ্যা জমি বিবাদ মামলা : মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত, স্থায়ী সমাধান চাইছে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): বহুচর্চিত অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলায় বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট| তীব্র বাদানুবাদের পর অযোধ্যা মামলায় মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করতে বলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নতুন সাংবিধানিক বেঞ্চ| বুধবার শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চে হিন্দু মহাসভা ও মুসলিম মামলাকারীদের বক্তব্য শুনে এই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট| বিচারপতিরা এই মামলার একটি ‘স্থায়ী’ সমাধান চাইছেন| শুনানি শেষে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, সবপক্ষ মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করুক| আমরা শীঘ্রই রায় দিতে চাই|

বারবার পিছিয়ে যাওয়ার পর গত ২৬ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে শুরু হয় বহুচর্চিত অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার শুনানি| ওই দিন মামলার প্রয়োজনীয় সমস্ত নথি ইংরেজিতে অনুবাদ সম্পন্ন না হওয়ায় সময় চান আবেদনকারীরা| এরপরই অযোধ্যার বিতর্কিত রাম জন্মভূমি-বাবরি মসজিদ জমি সংক্রান্ত মামলার বিবাদ মেটানোর জন্য মধ্যস্থতাকারী নিয়োগের প্রস্তাব দিয়েছিল সুপ্রিম কোর্ট| কিন্তু, বুধবার মধ্যস্থতা নিয়ে রায় দিল না সুপ্রিম কোর্ট| মধ্যস্থতা নিয়ে রায় স্থগিত রেখে শীর্ষ আদালত জানিয়েছে, শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নন, মধ্যস্থতাকারীদের একটি প্যানেলের প্রয়োজন|

এদিন অযোধ্যা মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানানো হয়, ‘অতিতে কি ঘটেছিল, তার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই| বাবর কি করেছিলেন এবং পরবর্তীকালে কি হয়েছিল তা নিয়ে আমরা উদ্বিগ্ন নই| এটি শুধুমাত্র জমি সম্পর্কিত নয়, অনুভূতি এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত| বিচারপতি এস এ বোবদে জানান, ‘অযোধ্যা মামলার রায় আবেগ, ধর্ম এবং বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত| শুধুমাত্র একজন মধ্যস্থতাকারী নন, মধ্যস্থতাকারীদের একটি প্যানেলের প্রয়োজন| অতিতের উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ নেই| কারা আক্রমণ করেছিল, কে রাজা ছিল, মন্দির অথবা মসজিদ| আমরা বর্তমান বিতর্কের সমাধান চাই| মধ্যস্থতার প্রক্রিয়া যাতে প্রভাবিত না হয় সেজন্য এটা জরুরি|’ অযোধ্যা মামলার শুনানিতে মুসলিম আবেদনকারীদের তরফে আইনজীবী রাজীব ধাওয়ান জানান, ‘মুসলিম আবেদনকারীরা মধ্যস্থতা করতে রাজি রয়েছেন|’ পাশাপাশি সুপ্রিম কোর্টে সুব্রহ্মণ্যম স্বামী জানান, ‘অযোধ্যায় বিতর্কিত জমি সরকারের ছিল|’ এরপরই প্রধান বিচারপতি রঞ্জন গগৈ জানান, সবপক্ষকে মধ্যস্থতাকারীর নাম ঠিক করতে হবে| সবপক্ষ মধ্যস্থতার জন্য মধ্যস্থতাকারী অথবা প্যানেলের নাম সুপারিশ করুক| আমরা শীঘ্রই রায় দিতে চাই|’ উল্লেখ্য, প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও নতুন সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি আব্দুল নাজির|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *