BRAKING NEWS

ভিভিআইপি কপ্টার দুর্নীতি মামলা : বুধবার বয়ান রেকর্ড রাজীব সাক্সেনার

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.): অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলা সম্প্রতি নতুন মোড় নেয়। দিল্লির একটি আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছিলেন অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলার অন্যতম অভিযুক্ত দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা| এই ব্যাপারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর মতামত জানতে চেয়েছিলেন বিশেষ বিচারক অরবিন্দ কুমার| ইতিমধ্যেই মতামত জানিয়েছে ইডি| ৫ মার্চ (মঙ্গলবার) দিল্লির পাটিয়ালা হাউস কোর্টের অ্যাডিশিনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল-এর কোর্টে নিজের বয়ান রেকর্ড করানোর কথা ছিল রাজীব সাক্সেনার| কিন্তু, মঙ্গলবারের পরিবর্তে বুধবার নিজের বয়ান রেকর্ড করতে হবে রাজীব সাক্সেনাকে। মঙ্গলবার রাজীব সাক্সেনার বয়ান রেকর্ড স্থগিত রেখেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট। প্রসঙ্গত, অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলায় আগেই জামিন পেয়েছেন দুবাইয়ের ব্যবসায়ী রাজীব সাক্সেনা|

উল্লেখ্য, ২০১৮ সালের ডিসেম্বর মাসে অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় অন্যতম অভিযুক্ত, ব্রিটিশ নাগরিক ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে প্রত্যর্পণ করা হয়| তাঁকে জেরা করেই রাজীব সাক্সেনার নাম উঠে আসে| গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল রাজীবকে| গত ২৫ ফেব্রুয়ারি অগাস্টা ওয়েস্টল্যান্ড অর্থ তছরুপ মামলায় জামিন পেয়েছেন রাজীব সাক্সেনা| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *