BRAKING NEWS

‘মন কি বাত-এ সোশ্যাল রিভোলিউশন ওন রেডিও’ বইয়ের উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.) : কেন্দ্রে ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দেশবাসীর সঙ্গে রেডিও মাধ্যমে সংযোগ করার জন্য মন কি বাত অনুষ্ঠানে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত পাঁচ বছরে দেশ তথা আন্তর্জাতিক স্তরে একাধিক বিষয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। যা গোটা দেশে সমাদৃতও হয়। এবার সেই মন কি বাত বই আকারে প্রকাশ পেল। শনিবার ‘মন কি বাত-এ সোশ্যাল রিভোলিউশন ওন রেডিও’ বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসার ভারতীর চেয়ারম্যান এ সূর্য্য প্রকাশ, প্রসার ভারতীর সিইও শশী শেখর ভেমপাতি।


এদিন অরুণ জেটলি বলেন, মন কি বাত অনুষ্ঠানে শ্রোতাদের মনে গভীর ভাবে ছাপ ছেড়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন কি বাতকে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ হিসেবে ব্যবহার করেছেন। স্বাধীনতা সংগ্রামে রেডিওকে ভাল ভাবে ব্যবহার করেছিলেন মহাত্মা গান্ধী। দেশের প্রতিটি প্রান্তের সঙ্গে সংযোগ করার জন্য রেডিও ভূমিকা অপরিসীম। প্রসার ভারতীয় চেয়ারম্যান জানিয়েছেন, মন কি বাত হচ্ছে দুই তরফা যোগাযোগ মাধ্যমে। যেখানে নাগরিকেরা নিজেদের পরামর্শ দিতে পেরেছিল। পরে যেটি প্রধানমন্ত্রী নিজের বক্তব্যে উল্লেখ করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *