BRAKING NEWS

জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে : জাপানি বিদেশমন্ত্রী

টোকিও, ২৮ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের পাশে দাঁড়াল জাপান। পুলওয়ামা জঙ্গি হামলার নিন্দা করে জাপানি বিদেশমন্ত্রী তারো কোনো জানিয়েছেন, জঙ্গি দমনে কঠোর পদক্ষেপ নিতে হবে পাকিস্তানকে।

পুলওয়ামায় জঙ্গি হামলার পর গত মঙ্গলবার আজাদ কাশ্মীরের বালাকোট, চাকোটি এবং মুজাফফরাবাদে জইশ-ই-মহম্মদের জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। বুধবার ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানের এফ১৬ যুদ্ধবিমান। গুলি করে বিমানটিকে ধ্বংস করে ভারতের মিগ২১ বাইসন। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়াল জাপান। ১৪ ফেব্রুয়ারি জঙ্গি হামলার কড়া নিন্দা করে বৃহস্পতিবারের জাপানের বিদেশমন্ত্রী তারো কোনো জানিয়েছেন, ইসলামিক মৌলবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি দমনে পাকিস্তানের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার প্রসঙ্গে বলতে গিয়ে জাপানি বিদেশমন্ত্রী দুই দেশকে সংযত থাকতে বলেন। পাশাপাশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের উচিত সমস্যার সমাধান করে নেওয়া বলে জানিয়েছেন তারো কোনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *