BRAKING NEWS

ভারতের চাপের মুখে জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার

নয়াদিল্লী/ইসলামাবাদ, ২২ ফেব্রুয়ারী৷৷ রাষ্ট্রপুঞ্জ সহ অন্যান্য দেশের চাপের কাছে শেষমেশ নতি স্বীকার করল পাকিস্তান৷ ওই দেশের মাটি থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল পাকিস্তান সরকার৷ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামাতে চল্লিশ জনের বেশী সিআরপিএফ জওয়ান হত্যার ঘটনায় যে জঙ্গী সংগঠনের দিকে অভিযোগের তির, সেই জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার৷ পাকিসআনের ‘বন্ধু’ রাষ্ট্র চিন সহ মোট ১৫টি দেশ নিয়ে তৈরী রাষ্ট্রপুঞ্জের নিরাত্তা পরিষদের পুলওয়ামায় জঙ্গী হানা নিয়ে বিবৃতিতে জইশ-ই-মহম্মদের নাম করে তীব্র নিন্দা করার পরই এই পদক্ষেপ নিল ইমরান খানের সরকার৷

সংবাদ সূত্রে জানা গিয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, বাহাওয়ালাপুরে জইশ-ই-মহম্মদের সদর দপ্তরের দখল নিল পাকিস্তান সরকার৷ তিনি আরও বলেন, বাহাওয়ালপুরের মাদ্রাসাসাতুল সাবির এবং জামা-ই-মসজিদ সুভান্নারও দখল নিয়েছে সরকার৷ পুরো বিষয়টির দিকে নজর রাখার জন্য একজন প্রশাসককেও নিয়োগ করা হয়েছে সরকারর পক্ষ থেকে৷ লাহোর থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুর৷

পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে একটি বৈঠকের পরই জইশ-ই-মহম্মদ নিয়ে সংশ্লিষ্ট সিদ্ধান্তটি গ্রহণ করা হয়৷ লাহোর থেকে চারশ কিলোমিটার দূরে অবস্থিত বাহাওয়ালপুর৷ ওই ক্যাম্পাসে বর্তমানে সত্তরজন শিক্ষক ও ছয়শ পড়ুয়া রয়েছে৷ ক্যাম্পাসের নিরাপত্তার দেখভাল করছে পাঞ্জাব পুলিশ৷ ২০০৮ সালে মুম্বাই হানার মাস্টার মাইন্ড হাফিজ সইদের জামাত-উদ-দাওয়া এবং তার সঙ্গে যুক্ত সংগঠন ফালাহ-এ-ইসানিয়ত সংগঠনকেও নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তান সরকার৷ এতদিন এই দুই সংগঠনের ওপর নজর রাখছিল সরকার৷ ২০১৫ সালের জুন মাসে বিদেশি জঙ্গী সংগঠন বলে জামাত-উদ-দাওয়াকে চিহ্ণিত করে আমেরিকা৷

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বিকেল ৩-টা ১৫ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় শ্রীনগর-জম্মু হাইওয়েতে ঘটে গেছে উপত্যকায় ইতিহাসের সব থেকে ভয়াবহ জঙ্গি হামলা৷ অনেকটা আইএস গোষ্ঠীর কায়দায় এক আত্মঘাতী জইশ-ই-মহম্মদ জঙ্গি ৩৫০ কেজি বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সিআরপিএফ জওয়ানদের কনভয়ে ঢুকে পড়ে৷ জওয়ানদের কনভয় সেখানে পৌঁছতেই বিস্ফোরক বোঝাই গাড়িটি একটি বাসে ধাক্কা মারে৷ প্রবল বিস্ফোরণে ছড়িয়ে ছিটিয়ে পড়ে জওয়ানদের দেহাংশ৷ পাকিস্তানের মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারিয়ে সিআরপিএফ-এর ৪৪ জন জওয়ান শহিদ হয়েছেন৷ আহতদের সংখ্যাও ৪০ ছাড়িয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *