BRAKING NEWS

৩১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন, ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেট

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): সংসদের বাজেট অধিবেশন চলাকালীন আগামী ১ ফেব্রুয়ারি (শুক্রবার) পেশ করা হবে অন্তর্বর্তীকালীন বাজেট| ৩১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত| চলতি মাসে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রিসভা (সিসিপিএ)-র বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়, ৩১ জানুয়ারি থেকে শুরু হবে সংসদের বাজেট অধিবেশন, চলবে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত| অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে ১ ফেব্রুয়ারি|


আর মাত্র কয়েকমাস পরই লোকসভা নির্বাচন| তার আগে এটাই নরেন্দ্র মোদী সরকারের সর্বশেষ বাজেট| কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির অসুস্থতার জন্য পীযূষ গোয়েলকে অর্থমন্ত্রকের সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে| ১ ফেব্রুয়ারি পীযূষ গোয়েলই অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করবেন| রাজনৈতিক মহল সূত্রের খবর, লোকসভা নির্বাচনের প্রাক্কালে এবারের বাজেটে বেশ কিছু জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া হতে পারে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *