BRAKING NEWS

ঝাড়খণ্ডে গুলির লড়াইয়ে খতম ৫ জন কুখ্যাত মাওবাদী, উদ্ধার দু’টি একে ৪৭ রাইফেল-সহ প্রচুর আগ্নেয়াস্ত্র

রাঁচি, ২৯ জানুয়ারি (হি.স.): ঝাড়খণ্ডে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল নিরাপত্তা রক্ষী বাহিনী। ঝাড়খণ্ডের মাওবাদী অধ্যুষিত পশ্চিম সিংভূম জেলায় খড়কী থানা এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে ৫ জন কুখ্যাত মাওবাদী। এছাড়াও গুলির লড়াই চলাকালীন গুরুতর জখম হয় দু’জন মাওবাদী। ওই দু’জনকে মাওবাদীকে গ্রেফতার করেছে নিরাপত্তা রক্ষী বাহিনী। মঙ্গলবার ভোরের ঘটনা। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে দু’টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল এবং দু’টি পিস্তল। নিহত মাওবাদীদের মধ্যে রয়েছে পিএলএফআই কমান্ডার প্রভু। শেষ পাওয়া খবর অনুযায়ী, গোটা এলাকা ঘিরে এখনও তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা রক্ষী বাহিনী।

পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরে খড়কী থানা এলাকার সন্দেহজনক স্থলে পৌঁছয় নিরাপত্তা রক্ষী বাহিনী। ওই এলাকায় তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা রক্ষী বাহিনী এবং মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে প্রথমে ৩ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়, পরে আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে। সবমিলিয়ে এনকাউন্টারে খতম হয়েছে ৫ জন মাওবাদী। গ্রেফতার করা হয়েছে দু’জন মাওবাদীকে। পদস্থ ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, ৫ জন মাওবাদী নিরস্ত্র হওয়ার পরই এনকাউন্টারস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে দু’টি একে ৪৭ রাইফেল, একটি ৩০৩ রাইফেল এবং দু’টি পিস্তল। তবে, নিহত মাওবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *