BRAKING NEWS

নির্বাচনী প্রচারে আপত্তিজনক মন্তব্য, রামগড় আসনের বিএসপি প্রার্থীর বিরুদ্ধে নোটিশ জারি

আলওয়ার (রাজস্থান), ১৬ জানুয়ারি (হি.স.): নির্বাচনী প্রচারের সময় বিতর্কিত মন্তব্য করার অভিযোগে নোটিশ জারি করা হল রাজস্থানের রামগড় বিধানসভা আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রার্থী জগত্ সিংয়ের বিরুদ্ধে| ২০১৮ সালের ২৮ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান রামগড় আসনের বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র প্রার্থী লক্ষ্মণ সিং| লক্ষ্মণ সিংয়ের মৃত্যুর কারণে গত ৭ ডিসেম্বর রাজস্থানের ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়| এই আসনে আগামী ২৮ জানুয়ারি ভোটগ্রহণ হবে|রামগড় আসনে বিএসপি প্রার্থী করা হয়েছে জগত্ সিংকে| অভিযোগ, নির্বাচনী প্রচারের সময় আপত্তিকর মন্তব্য করেছেন তিনি| সেই কারণেই বিএসপি প্রার্থী জগত্ সিংয়ের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়েছে|

রামগড় আসনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ১৪ জানুয়ারি| ভোটগ্রহণ হবে ২৮ জানুয়ারি|’ নির্বাচন কমিশন সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ| উল্লেখ্য, রাজস্থান বিধানসভা নির্বাচনে এবার ২০০টি আসনের মধ্যে ১৯৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে| কংগ্রেস জয়ী হয়েছে ৯৯টি আসনে, বিজেপির ঝুলিতে ৭৩টি আসন, বহুজন সমাজ পার্টি জয়ী হয়েছে ৬টি আসনে, সিপিএম দু’টি আসনে, ভারতীয় ট্রাইবাল পার্টি দু’টি আসনে, রাষ্ট্রীয় লোক দল একটি আসনে, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি তিনটি আসনে এবং নির্দল প্রার্থী ১৩টি আসনে জয়ী হয়েছে| গত ১৭ ডিসেম্বর রাজস্থানের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট| ওই দিনই মরুরাজ্যের উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছিলেন শচিল পাইলট| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *