BRAKING NEWS

মোদীজীকে পরাজিত করার জন্য সপা এবং বিএসপিই যথেষ্ট : তেজস্বী যাদব

লখনউ, ১৪ জানুয়ারি (হি.স.): যেন তেন প্রকারেণ বিজেপিকে ক্ষমতাচ্যুত করতেই হবে, এই লক্ষ্য নিয়েই এগোচ্ছে বিজেপি-বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি| বিজেপিকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশে এবার জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| সমাজবাদী পার্টি (সপা)-র সঙ্গে জোট বাঁধার পরই, রবিবার রাতে বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতীর সঙ্গে দেখা করেছেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর নেতা তেজস্বী যাদব| বিএসপি এবং সপা-র জোটকে স্বাগতও জানিয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব| মায়াবতীর সঙ্গে দেখা করার পর সোমবার একটি অনুষ্ঠান তেজস্বী যাদব বলেছেন, ‘জাতীয় স্বার্থে জোট বাঁধার জন্য মায়াবতীজী এবং অখিলেশজীকে আমি অভিনন্দন জানিয়েছি|

বর্তমান পরিস্থিতিতে এই জোটের প্রয়োজন রয়েছে| যাঁরা ব্রিটিশদের ক্রীতদাস ছিল, তাঁরাই এখন ক্ষমতায় রয়েছে| তেজস্বী আরও বলেছেন, ‘মোদীজীকে পরাজিত করার জন্য সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টিই যথেষ্ট|’
পাশাপাশি সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরট (ইডি) নিয়েও কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব| তেজস্বীর কথায়, ‘সিবিআই এবং ইডি এখন তদন্তকারী সংস্থা নয়| সিবিআই এবং ইডি এখন বিজেপির জোট পার্টনার হয়ে উঠেছে| লালুজীকে ভয় পেয়েছিলেন মোদীজী, সেই কারণে তিনি এখন জেলে|’ উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনে এবার জোট বেঁধে লড়বে বহুজন সমাজ পার্টি (বিএসপি) এবং সমাজবাদী পার্টি (সপা)| গত শনিবার যৌথ সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেছেন মায়াবতী এবং অখিলেশ| লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *