BRAKING NEWS

মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে কংগ্রেসের জোট চূড়ান্ত, দাবি শরদ পওয়ার-র

লখনউ, ১৪ জানুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশে জোট না হলেও মহারাষ্ট্রে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) সঙ্গে জোট চূড়ান্ত হল কংগ্রেসের। এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার দাবি করেছেন, মহারাষ্ট্রে ৪৮ এর মধ্যে ৪৫ আসনে দু’দলের সমঝোতার ফরমুলাও তৈরি হয়েছে। তবে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (এমএনএস) সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিয়েছেন পওয়ার। যদিও কংগ্রেসের তরফে এখনও এ নিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি।কেন্দ্রে ইউপিএ জোটের দু’টি সরকারেই কংগ্রেসের সঙ্গে জোট ছিল এনসিপির। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পরও কংগ্রেসের হাত ছাড়েননি পওয়ার। এবার লোকসভা ভোটে সেখানে ভোটে বিজেপি বিরোধী হাওয়াতেই গা ভাসালো এনসিপি।

ফলে মহারাষ্ট্রে কংগ্রেস-এনসিপি জোট প্রত্যাশিতই ছিল। কয়েকদিন আগে রাহুল গান্ধীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন শরদ পওয়ার। এবার কার্যত জোটের আনুষ্ঠানিক ঘোষণাও করে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী।সম্প্রতি আবার এমএনএস প্রধান রাজ ঠাকরের বাড়িতেও গিয়েছিলেন পওয়ার। সেখানে লোকসভা নির্বাচনের আগে জোট নিয়েও আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে পওয়ারের দাবি, ‘ব্যক্তিগত সাক্ষাৎ’। তিনি জানান, সম্প্রতি রাজ ঠাকরের ছেলের বিয়ে হয়েছে। সেই উপলক্ষে তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ঠাকরে। তিনিও সৌজন্যের খাতিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে গিয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *