BRAKING NEWS

‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ শুরু করলেন ক্রীড়ামন্ত্রী রাঠোর

নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.) : খেলো ইন্ডিয়া মুভমেন্টের একটি অংশ হিসেবে বুধবার ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ শুরু করলেন ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর। এই উপলক্ষ্যে দু-হাতে টেবিল টেনিস খেলতে খেলতে বক্তব্যও রাখলেন তিনি। অলিম্পিকে শ্যুটিংয়ে রুপোজয়ী রাঠোর এদিন ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জে দেশের তাবড় ক্রীড়াবিদ ও অভিনেতাদের নিজেদের শৈশবের গল্প জানাতে বলেন, যখন তাঁরা নিজেদের অভিভাবকের কাছে আরও পাঁচ মিনিট খেলার জন্য চাইতেন।টুইটারে একটি ভিডিও বার্তায় এই ‘৫ মিনিট অউর’ চ্যালেঞ্জ চালু করেছেন ক্রীড়ামন্ত্রী রাঠোর। ভিডিও বার্তাটিতে তিনি বিরাট কোহলি, সাইনা নেহওয়াল, দীপিকা পাডুকোন এবং সলমন খানকে ট্যাগ করে তাঁদের শৈশবের গল্প জানাতে বলেছেন।

টুইট বার্তায় তিনি বলেন, \”আমরা ছোটবেলায় যখন খেলতাম তখনই আমাদের বাবা-মায়েরা হোমওয়ার্কের কথা মনে করিয়ে দিতেন আর আমরা আরও ৫ মিনিট খেলার জন্য তাঁদের কাছে অনুরোধ করতাম। কিন্তু সেই সময় আমাদের হয়ে বলার মতো কেউ ছিল না। আসুন আমরা সকলে দেশের সব শিশুদের পক্ষে কথা বলি এবং তাদের আরও পাঁচ মিনিট বেশি খেলার সুযোগ করে দিই। টুইটারে ‘#৫মিনিটঅউর’ এবং ‘#খেলোইন্ডিয়া’ লিখে আপনারা সকলে আপনাদের শৈশবের আরও পাঁচ মিনিট খেলার গল্প জানান। উল্লেখ্য, এর আগেও রাঠোর নিজের একটি ওয়ার্কআউট ভিডিও টুইট করে বিখ্যাত খেলোয়াড় এবং বলিউড তারকাদের নিজেদের ওয়ার্কআউটের গল্প জানাতে বলেছিলেন। বুধবার পুনেতে \”খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস, ২০১৯\”-এর আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় দেশের প্রথম সারির যুব খেলোয়াড়রা অংশ নিতে চলেছেন। ১৮টি বিভিন্ন বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা, যার মধ্যে টিম স্পোর্টস রয়েছে ছ’টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *