BRAKING NEWS

গুজরাটে চলন্ত এক্সপ্রেস ট্রেনে দুষ্কৃতীদের গুলিতে খুন প্রাক্তন বিজেপি বিধায়ক, তদন্ত শুরু করেছে পুলিশ

আহমেদাবাদ, ৮ জানুয়ারি (হি.স.): গুজরাটের কচ্ছ জেলায় গান্ধীধাম-সূরজবারি স্টেশনের মাঝে চলন্ত সয়াজিনগরী (দাদর পশ্চিম-ভূজ) এক্সপ্রেস ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক জয়ন্তীলাল ভানুশালি| গুজরাটের কচ্ছ জেলার ভূজ টাউন থেকে সয়াজিনগরী এক্সপ্রেস ট্রেনে চেপে আহমেদাবাদে ফিরছিলেন প্রবীণ বিজেপি নেতা জয়ন্তীলাল ভানুশালি (৫৩)| ভোররাত তখন দু’টো হবে, গান্ধীধাম-সূরজবারি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা প্রবীণ বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি চালায়| মোরবি জেলার পুলিশ সুপার করণরাজ ভাঘেলা জানিয়েছেন, ‘ভূজ-দাদর এক্সপ্রেসের কর্তব্যরত আরপিএফ জওয়ানরা মোরবি থানায় ফোন করে জানান, চলন্ত ট্রেনেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন বিজেপি নেতা জয়ন্তীলাল ভানুশালি| ট্রেনটি যখন মোরবির মালিয়া স্টেশনে পেঁৗছয় তখন দেহটি উদ্ধার করা হয়| মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে|’ পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বিজেপি নেতাকে লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা| ট্রেনের কামরা থেকে বেশ কয়েকটি গুলির খোলও পাওয়া গিয়েছে, উদ্ধার হওয়া গুলির খোল ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে|
উল্লেখ্য, ২০০৭-২০১২ সাল পর্যন্ত গুজরাটের কচ্ছ জেলার আবদাশা বিধানসভা আসনের বিধায়ক ছিলেন জয়ন্তীলাল ভানুশালি| ২০১৮ সালে জয়ন্তীলালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে আনেন একজন মহিলা| এরপরই ২০১৮ সালের জুলাই মাসে গুজরাট বিজেপির সহ-সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দেন| কি কারণে দুষ্কৃতীদের নিশানায় এলেন প্রাক্তন এই বিজেপি বিধায়ক, তা তদন্ত করে দেখছে পুলিশ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *