BRAKING NEWS

প্রয়োজনের তুলনায় বেশি রয়েছে, তাই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ : অর্থমন্ত্রক

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): প্রয়োজনের তুলনায় অনেক বেশিই রয়েছে, তাই আপাতত ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে| শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ| ২০১৬ সালের নভেম্বর মাসে বিমুদ্রাকরণের পর ২০০০ টাকার নোট বাজার নিয়ে আসে কেন্দ্রীয় সরকার| বছর দু’য়েকের মধ্যে এই নোট ছাপানো বন্ধ করে দিতে হচ্ছে| কারণ হিসেবে প্রথমে শোনা যাচ্ছিল, ২০০০ টাকার নোটের মাধ্যমে আর্থিক নয়ছয় ও কর ফাঁকির ঘটনা বেড়েছে| সেই কারণেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার|


২০০০ টাকার নোট ছাপানো বন্ধ হয়ে গিয়েছে, এই খবরের সত্যতা স্বীকার করে শুক্রবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, প্রয়োজন মতোই ছাপানো হয়েছিল ২০০০ টাকার নোট| বাজারে মোট যত টাকা সার্কুলেশনে রয়েছে তার মধ্যে ৩৫ শতাংশই ২০০০ টাকার নোট| দেশজুড়ে গুজব ছড়িয়েছিল, ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নিচ্ছে কেন্দ্র| এদিন সেই গুজবে জল ঢেলে দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব সুভাষ চন্দ্র গর্গ জানিয়েছেন, প্রয়োজনের তুলনায় অনেক বেশিই রয়েছে| তাই আপাতত ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ রাখা হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *