BRAKING NEWS

পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের কোনও প্রভাবই পড়বে না লোকসভা নির্বাচনে : পাসওয়ান

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মিজোরাম-এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ‘স্বপ্নভঙ্গ’ হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র| বিজেপিকে জোরালো ধাক্কা দিয়ে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় ছিনিয়ে নিয়েছে জাতীয় কংগ্রেস| আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক্কালে জাতীয় কংগ্রেসের এই উত্থান রাজনৈতিক মহলকে রীতিমতো চমকে দিয়েছে| তবে, লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র প্রেসিডেন্ট রামবিলাস পাসওয়ানের মতে, পাঁচ রাজ্যের ভোটের ফলাফলের কোনও প্রভাবই পড়বে না লোকসভা নির্বাচনে| বৃহস্পতিবার লোক জনশক্তি পার্টি (এলজেপি)-র প্রেসিডেন্ট তথা কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসওয়ান বলেছেন, ‘রাজ্যের ভোটের ফলাফলের কোনও প্রভাবই পড়বে না লোকসভা নির্বাচনে| মোদীজীর নেতৃত্বে ২০১৯ সালেও ক্ষমতায় থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ)|’
রাজনৈতিক মহলের মতে, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে জোরালো ধাক্কা খাওয়ার পর স্বপ্নভঙ্গ হয়েছে বিজেপির| দিল্লি দখলের সেমি-ফাইনালে কংগ্রেসের কাছে খুবই খারাপ ভাবে পরাজিত হয়েছে বিজেপি| রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কংগ্রেস| অভূতপূর্ব এই সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস নেতৃত্ব| আনন্দে মাতোয়ারা বিরোধীরাও| পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ভরাডুবির কারণ সন্ধান করতে বৃহস্পতিবার সকালেই সংসদের লাইব্রেরি বিল্ডিংয়ে সংসদীয় কমিটির বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব| সূত্রের খবর, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভরাডুবির পাশাপাশি এদিনের সংসদীয় কমিটির বৈঠকে আসন্ন লোকসভা নির্বাচনের এজেন্ডাও নির্ধারিত হয়| বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, লৌহপুরুষ হিসেবে পরিচিত বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, সুষমা স্বরাজ, প্রকাশ জাভড়েকর, কিরেণ রিজিজু প্রমুখ|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *