BRAKING NEWS

বিজেপি জাতপাতের নামে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, দাবি মায়াবতীর

লখনউ, ৬ ডিসেম্বর (হি.স.) : সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের ৬৩তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষ্যে বিজেপি নিন্দায় মুখর হলেন বহুজন সমাজ পার্টি (বসপা) সুপ্রিমো মায়াবতী। ভারতীয় জনতা পার্টি প্রথমে জাতপাতের নামে জনগণের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে। আর এখন দেবী-দেবতাদের মধ্যেও বিভাজন তৈরি করছে বলে জানিয়েছেন তিনি।
এদিন ভারতীয় সংবিধানের জনক বাবা সাহেব আম্বেদকরের ৬৩ তম প্রয়াণ বার্ষিকীকে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে মায়াবতী বলেন, বাবা সাহেব সাম্য সমাজ গড়ার স্বপ্ন দেখিয়েছিল। তিনি ‘এক ভোট, এক মূল্যবোধ’ সার্থক করতে চেয়েছিলেন। কিন্তু সংবিধান সফল ভাবে কার্যকর করতে ব্যর্থ হয়েছে বিজেপি। কৃষকদের বেহাল দশার কথা তুলে ধরে মায়াবতী বলেন, বিজেপি সরকারের পুলিশের আচরণের উপর ক্ষুব্ধ রাজ্যের কৃষকেরা। ‘ফসল বীমা যোজনা’-র সুফল কেবল মাত্র কয়েকজন পাচ্ছে। প্রকৃত কৃষকরা যাদের এই যোজনা প্রয়োজন তারা ব্রাত্য। একমাত্র বসপার নীতি এবং আদর্শের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন প্রয়োজন। সর্বজন হিতায়, সর্বজন সুখায় নীতি দিয়েই তা কার্যকর করতে হবে। স্বাধীনতার ৭১ বছর পরও কোটি কোটি গরিব মানুষ, শ্রমিক, কৃষক, দলিত, অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু, উঁচু জাতের গরিবেরা হাতাশার মধ্যে ভুগছে। কঠোর পরিশ্রম করে ক্লান্ত হয়ে পড়েছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *