BRAKING NEWS

নির্বাচনে জয় নয়, জমানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পাওয়ার জন্য চিন্তায় কংগ্রেস : প্রধানমন্ত্রী

ছাতারপুর (মধ্যপ্রদেশ), ২৪ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে উন্নয়নকে হাতিয়ার করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকার পরও বুন্দেলখণ্ড অঞ্চলে কোনও উন্নয়ন করেনি কংগ্রেস বলে শনিবার মধ্যপ্রদেশে এক জনসভায় জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী বলেন, দশকের পর দশক ধরে রাজ্যের ক্ষমতায় থেকে শুধুমাত্র জাতপাতের রাজনীতি করে গিয়েছে কংগ্রেস। উন্নয়ন নিয়ে কখনও ভাবেনি তারা। শিবরাজ সিং চৌহানের আমলে বুন্দেলখণ্ডে প্রকৃত উন্নয়ন হয়েছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং দ্বিগ্বিজয় সিংকে খোঁচা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোনও রাজা বা মহারাজা উন্নয়ন করতে পারে না। একমাত্র শিবরাজ সিং চৌহানের মতো গরিব দরদী নেতাই উন্নয়ন করতে পারে। ২০০৩ থেকে ক্ষমতায় থাকার পরও বিজেপিকর্মীরা নির্বাচন নিয়ে উৎসাহী। অন্যদিকে, প্রবল মানসিক চাপে রয়েছে কংগ্রেস। নির্বাচন জেতা নিয়ে ভাবছে না কংগ্রেস নেতারা। জমানত বাজেয়াপ্ত থেকে রক্ষা পাওয়ার জন্য চিন্তিত তারা। যুব সম্প্রদায়ের ক্ষমতায়নের জন্য বদ্ধপরিকর কেন্দ্র। যুব সম্প্রদায়ের মধ্যে থেকে নতুন বিনিয়োগকারী তৈরি করার জন্য মুদ্রা ঋণের ব্যবস্থা করা হয়েছে। এই মুদ্রা ঋণের ফলে নতুন ব্যবসা শুরু করতে সফল হচ্ছে যুবক-যুবতীরা। এখনও পর্যন্ত ১৪.৫ কোটি টাকার ঋণ গৃহীত হয়েছে।
ঋণ খেলাপি শিল্পপতিদের নিয়ে কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস শিল্পপতিদের ঋণ দিয়ে ব্যাঙ্কগুলিকে দেওলিয়া করে দিয়েছে। বিগত চার প্রজন্ম ধরে কংগ্রেস কি করেছে তা জবাবদিহি তাদের করতে হবে। আগামী ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে মধ্যপ্রদেশে। এদিনের জনসভায় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, এখানে বহু বয়স্ক মানুষ রয়েছেন। আপনারা কি চান আপনাদের পরের প্রজন্ম সমস্যাপূর্ণ কংগ্রেস শাসনে থাকুক। নিজদের সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কংগ্রেসকে ফিরিয়ে আনবেন না। কংগ্রেসের চার প্রজন্ম আর চা-ওয়ালার চার বছর সঙ্গে তুলনা টেনে দেখুন আমরা দেশকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছি। কিন্তু আপনারা(কংগ্রেস) তা নিয়ে চর্চা করতে চান না। বোর্ফস প্রসঙ্গেও তুলে প্রধানমন্ত্রী বলেন, শিবরাজ সিং চৌহানকে সাধারণ মামা বলে দেখে চিন্তিত নামদার(রাহুল গান্ধী)। ভাল হতো যদি সেই নামদার কুত্রোচ্চি মামা-কে স্মরণ করত। ভারতের সুরক্ষা খাতে বরাদ্দ হওয়া অর্থ লুঠ করার পার্মিট নামদাররা দিয়েছিল। সেই বোর্ফস নিয়ে দুর্নীতি করেছিল। শিবরাজকে গালি দেওয়ার আগে নিজের অ্যান্ডারসন মামার স্মরণ করুন। আটের দশকে ভোপাল গ্যাসকাণ্ড নিয়ে সরব হন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *