BRAKING NEWS

কর্ণাটকে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল প্রাইভেট বাস, মৃত্যু ২৫ জনের

বেঙ্গালুরু, ২৪ নভেম্বর (হি.স.): কর্ণাটকের মাণ্ড্য জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেল যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ জনের| মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| মাণ্ড্য জেলার পাণ্ডভাপুরা তালুকের অন্তর্গত কানাগানমারাডি গ্রামের কাছে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে| মৃতদের মধ্যে অধিকাংশই স্কুল পড়ুয়া| ভয়াবহ দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই দুঃখপ্রকাশ করেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী| ইতিমধ্যেই জেলার ভারপ্রাপ্ত মন্ত্রী সি এস পুত্তারাজু এবং জেলার ডেপুটি কমিশনারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, শনিবার দুপুরে পাণ্ডভাপুর তালুকের অন্তর্গত কানাগানমারাডি গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ভি সি খালে পড়ে যায় যাত্রীবোঝাই একটি প্রাইভেট বাস| দুর্ঘটনাগ্রস্ত বাসটিতে অনন্তপক্ষে ৩০ জন যাত্রী ছিলেন| দুর্ঘটনার পরই শুরু হয় উদ্ধারকাজ, তবে ২৫ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি| আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে| কি কারণে দুর্ঘটনার কবলে পড়ল বাসটি, তা তদন্ত করে দেখা হচ্ছে| প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, বাসের চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই বিপত্তি| ভয়াবহ দুর্ঘটনা প্রসঙ্গে কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী জি পরমেশ্বর জানিয়েছেন, ‘দুর্ঘটনায় ২৫ জনের মৃতু্য হয়েছে| সম্ভবত চালকের ভুলের জন্যই এই দুর্ঘটনা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *