BRAKING NEWS

কিউয়ি টেল এন্ডারদের দারুণ প্রতিরোধে সমস্যা বাড়াল ভারতীয়-এ দলের

মাউন্ট মাউনগানুই, ১৮ নভেম্বর (হি.স.) : কিউয়ি টেল এন্ডারদের দারুণ প্রতিরোধ সমস্যা বাড়াল ভারতীয়-এ দলের৷ ব্রেসওয়েল থেকে শুরু করে জেমিসন, রান্স, টিকনাররা সিরাজ, চাহার, বিজয় শঙ্করদের অনায়াসে সামলে কার্যকরী যোগদান রাখায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘এ’ দলের চারদিনের প্রথম বেসরকারি টেস্টের রাশ নিজেদের হাতে নিতে পারল না রাহানেরা৷ যদিও কিউয়িরা ভারতের দলগত সংগ্রহের খুব কাছে এসে ডিক্লেয়ার করায় প্রথম ইনিংসের নিরিখে ছোটখাটো লিগ হাতে এসে যায় ভারতের৷
প্রথম ইনিংসে ভারতের ৮ উইকেটে ৪৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একসময় ২১১ রানে পাঁচ উইকেট হারিয়ে বসেছিল৷ সেখান থেকে তারা ইনিংসের সমাপ্তি ঘোষণা করে ৯ উইকেটে ৪৫৮ রানে৷ রাদারফোর্ড ১১৪ রান করে আউট হন৷ ছ’নম্বরে ব্যাট করতে নামা ক্লেভারের (৫৩) হাফসেঞ্চুরির পর থেকে নিউজিল্যান্ডের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা প্রায় প্রত্যেকেই উল্লেখযোগ্য যোগদান রাখে৷
ব্রেসওয়েল ৪৮, জেমিসন ৩০, ওয়েরকম ১১, রান্স অপরাজিত ৬৯ ও টিকনার অপরাজিত ৩০ রান করেন৷ কৃষ্ণাপ্পা গৌতম ভারতের হয়ে ১০৭ রানের বিনিময়ে সর্বাধিক ৩টি উইকেট নেন৷ দু’টি করে উইকেট নিয়েছেন দীপক চাহার ও নভদীপ সাইনি৷ একটি করে উইকেট দখল করেন মহম্মদ সিরাজ ও বিজয় শঙ্কর৷
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত তৃতীয় দিনের শেষে ৮ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৩৫ রান তুলেছে৷ পৃথ্বী শ ৭টি বাউন্ডারির সাহায্যে ২৬ বলে ৩৩ রান করে অপরাজিত রয়েছেন৷ ২২ বলে ২ রান করে ব্যাট করছেন বিজয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *