BRAKING NEWS

রাত পোহালেই ছত্তিশগড়ে ভোট, রাজ্যের উন্নয়ন প্রসঙ্গে রমণ সিংকে খোঁচা আনন্দ শর্মার

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.) : রাত পোহালেই ছত্তিশগড়ে ভোট। তার আগে উন্নয়ন প্রসঙ্গে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী রমণ সিং-এর নিন্দায় সরব হলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আনন্দ শর্মা। বিগত ১৫ বছরে ধরে রাজ্যে কোনও উন্নয়নই হয়নি বলে দাবি করেছেন তিনি।
রাত পোহালেই সোমবার ছত্তিশগড়ে শুরু হবে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। তার আগে ফের রাজ্যের উন্নয়ন নিয়ে রমণ সিংকে খোঁচা দিলেন আনন্দ শর্মা। রবিবার তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে বিজেপি ক্ষমতায় রয়েছে। কিন্তু এখনও দেশের উন্নত অঞ্চল তালিকায় জায়গা করে নিতে পারেনি এই রাজ্য। স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে দেশের মধ্যে ২১ নম্বর স্থানে রয়েছে ছত্তিশগড়। শিক্ষা ক্ষেত্রে প্রথম ১৫য় নাম নেই ছত্তিশগড়ের। বর্তমানে রাজ্যের ২৫ লক্ষ যুবক যুবতী বেকার। রাজ্যের ৫০ শতাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। প্রাকৃতিক সম্পদ ভরপুর থাকার পড়েও কেনও আজ ছত্তিশগড় গরিব। দুর্নীতি এবং খনি মাফিয়াদের রাজত্বে পরিণত হয়েছে ছত্তিশগড়।
পানাপা পেপারস কাণ্ডে রমণ সিং-এর ছেলের নাম থাকার দাবি করে আনন্দ শর্মা বলেন, রমণ সিং এর ছেলের নাম পানামা পেপারে রয়েছে। এই বিষয়ে কেনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন রমণ সিং নিজেও নীরব এই ব্যাপারে। রাজ্যের চিটফাণ্ড কাণ্ডের কেনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি সেই প্রশ্নও তোলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।উল্লেখনীয়, ছত্তিশগড়ের আট জেলার ১৮ বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *