BRAKING NEWS

কংগ্রেসকে এবার উচিত শিক্ষা দিন, জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে মন্তব্য প্রধানমন্ত্রীর

জগদলপুর (ছত্তিশগড়), ৯ নভেম্বর (হি.স.): প্রত্যেকেরই বিকাশ করতে হবে আমাদের এবং সঙ্গও চাই প্রত্যেকেরই| এবার থেকে আমার-তোমার খেলা দেশে আর চলবে না| শুক্রবার ছত্তিশগড়ের জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| এদিন জগদলপুরে ভোটপ্রচারে গিয়ে শহুরে নকশালবাদ-সহ একাধিক ইস্যুতে কংগ্রেসকে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| প্রধানমন্ত্রীর কথায়, ‘শহুরে মাওবাদীরা এসি-তে থাকে, বড় বড় গাড়িতে যাতায়ত করে, তাঁদের সন্তানরা বিদেশে পড়াশোনা করে| কিন্ত, রিমোট কন্ট্রোলের মাধ্যমে তাঁরা দরিদ্র আদিবাসী যুবকদের জীবন ধ্বংস করে দিচ্ছে|’ এরপরই প্রধানমন্ত্রীর প্রশ্ন, কি কারণে শহুরে মাওবাদীদের সমর্থন করছে কংগ্রেস? বস্তার রিজিওনের জনগণের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান, ‘কংগ্রেস নেতাদের এবার উচিত শিক্ষা দিন| একদিকে তাঁরা শহুরে মাওবাদীদের রক্ষা করার চেষ্টা করছে, অপরদিকে দেশকে মাওবাদী মুক্ত করার কথা বলছে|’

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘১০ বছর ধরে, কংগ্রেস যখন কেন্দ্রে ক্ষমতায় ছিল| কখনই তাঁরা ছত্তিশগড়ের দিকে মনোনিবেশ করেনি এবং রাজ্যের সমস্ত বিকাশকে থামিয়ে দিয়েছিল| তাঁরা কখনই এই অঞ্চলের প্রগতির কথা ভাবেনি|’ কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রীর বার্তা, ‘আদিবাসীদের নিয়ে কংগ্রেস কেন মজা করে, তা আমি জানি না| একবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে জনসভার জন্য আমি গিয়েছিলাম, তখন আদিবাসীদের পরম্পরাগত পাগড়ি মাথায় পড়েছিলাম| কিন্তু, কংগ্রেস সেই সময় মজা করেছিল| আসলে তাঁরা আদিবাসী সংস্কৃতিকে অপমান করেছে|’

সম্প্রতি ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত দান্তেওয়াড়ায় নির্বাচনী খবর করতে গিয়ে মাওবাদীদের হামলার কবলে পড়েছিলেন দূরদর্শনের চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু| মাওবাদীরা নির্বিচারে গুলি চালালে প্রাণ হারান চিত্র সাংবাদিক অচ্যুতানন্দ সাহু| এদিন মাওবাদী হামলায় চিত্র সাংবাদিকের মৃত্যু প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দূরদর্শনের একজন সাহসী এবং নিরপরাধ ক্যামেরাম্যান অচ্যুতানন্দ সাহুকে প্রাণে মেরে ফেলল মাওবাদীরা| সম্প্রতি আমাদের জওয়ানরাও মাওবাদীদের সঙ্গে এনকাউন্টারে শহিদ হয়েছেন| অথচ কংগ্রেসের মতে এই সমস্ত মাওবাদীরা বিপ্লবী?’

উল্লেখ্য, আগামী ১২ ও ২০ নভেম্বর ছত্তিশগড়ের ৯০+১ আসনে বিধানসভা নির্বাচন| ১২ নভেম্বর প্রথম দফার নির্বাচন ১৮টি কেন্দ্রে| এর মধ্যে ৮টি কেন্দ্র বস্তার, কাঁকের সুকমা, বিজাপুর,দান্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও ও রাজনন্দগাঁও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত| রাজ্যের বাকি ৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২০ নভেম্বর| ফলাফল ঘোষণা আগামী ১১ ডিসেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *