শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.) : মরসুমের প্রথম তুষারপাতের জেরে বিমান চলাচল ব্যাহত জম্মু ও কাশ্মীরের শ্রীনগর বিমানবন্দরে। রবিবার সকালে খারাপ আবহাওয়া ও কম দৃশ্যমানতার জেরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হল শ্রীনগর বিমানবন্দরে। এদিন সকালে তুষারপাত এবং খারাপ
আবহাওয়ার জেরে কোনও বিমান শ্রীনগর বিমানবন্দরের অবতরণ করেনি। নির্ধারিত সময়ে এদিন যেসব বিমানের উড়ার কথা ছিল সেইগুলিকেও বাতিল করে দেওয়া হয়। তার জেরে দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রী। বহু যাত্রীকেই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। শনিবারও একই ছবি দেখা যায়। যাত্রীদের নিরাপত্তা কথা ভেবে সুরক্ষাজনিত কারণে বিমান পরিষেবা এদিন সকালে বন্ধ রাখা হয় বলে বিমানবন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে।
