BRAKING NEWS

প্রবল তুষারপাতের জেরে বন্ধ শ্রীনগর-লে জাতীয় সড়ক

শ্রীনগর, ৪ নভেম্বর (হি.স.) : মরসুমের প্রথম তুষারপাতের জেরে রবিবারও বন্ধ রইল শ্রীনগর-লে জাতীয় সড়ক। এই নিয়ে টানা চারদিন বন্ধ রইল এই জাতীয় সড়কটি। বিগত ২৪ ঘন্টায় নতুন করে বরফপাতে ফলে পুরু বরফে ঢেকে গিয়েছে ৪৩৪ কিলোমিটার বিস্তৃত শ্রীনগর-লে জাতীয় সড়ক। যান চলাচল একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কাশ্মীর উপত্যকার সঙ্গে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে লাদাখ। বৃহস্পতিবার থেকে লাদাখগামী বহু পণ্যবাহী ট্রাককে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মধ্য কাশ্মীরের গান্ধেরবল জেলার সোনমার্গ শহরে। জ্বালানি তেল, অত্যাবশ্যক পণ্য এই ট্রাকগুলিতে রয়েছে। কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে তা কোনও ভাবেই পৌঁছতে পারছে না লাদাখে। অন্যদিকে লাদাখেও একই চিত্র দেখা গিয়েছে। সেখানকার দ্রাস, কার্গিল, মীনমার্গে খালি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। জাতীয় সড়কের উপর দিয়ে যাতে কোনও গাড়ি না যেতে পারে তার জন্য প্রচুর সংখ্যায় ট্রাফিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে রাজ্যের সার্বিক জনজীবন চূড়ান্ত ব্যহত হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *