BRAKING NEWS

সৈখোয়া হত্যাকাণ্ড : ১২ ঘণ্টার তিনসুকিয়া বনধ সর্বাত্মক, শনিবার ২৪ ঘণ্টার অসম বনধ-এর ডাক বাঙালি ফেড-এর

তিনসুকিয়া (অসম), ২ নভেম্বর, (হি.স.) : বৃহস্পতিবার সন্ধ্যারাতে সৈখোয়ায় সংঘটিত নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বেঙ্গলি স্টুডেন্টস ফেডারেশনের তিনসুকিয়া জেলা কমিটি আহূত ১২ ঘণ্টার বনধ সর্বাত্মক সফল হয়েছ। আজকের ১২ ঘণ্টার তিনসুকিয়া বনধ-কে কেন্দ্র করে কোনও অপ্রীতিকর ঘটনার খবর নেই।
এদিকে একই ঘটনার প্রতিবাদে আগামীকাল শনিবার ২৪ ঘণ্টার অসম বনধ-এর ডাক দিয়েছে বাঙালি ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি। আগামীকালের আহূত বনধ-কে সর্বাত্মক সফল করতে অসমের সর্বস্তরের জনগণকে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছে ফেডারেশন। পাশাপাশি অসমের সকল জাতীয় সংগঠনকেও আহূত বনধকে সমৰ্থন করে রাজ্যে বসবাসকারী বাঙালি এবং অসমিয়াদের মধ্যে শান্তি, সম্প্ৰীতি ও সৌহার্দ্য বিনষ্ট করার অপচেষ্টায় সচেষ্ট তৃতীয় শক্তিকে প্রতিরোধ করতে বাঙালি ছাত্র ফেডারেশন অনুরোধ জানিয়েছে। এক বিবৃতি প্রকাশ করে সংগঠন জানিয়েছে আগামীকালের বনধ-এ জরুরিকালীন পরিষেবা সচল থাকবে।
এদিকে আজকের ১২ ঘণ্টার বনধ-এ স্তব্ধ হয়ে পড়েছে ধলা, শদিয়া, ডুমডুমা-সহ জেলার সব অঞ্চল। বিভিন্ন জায়গায় রাজপথে টায়ার জ্বালিয়ে প্ৰতিবাদ সাব্যস্ত করছেন বনধ সমৰ্থকরা। রাস্তাঘাটে কোনও ধরনের যানবাহন চলাচল করছে না, বন্ধ সব দোকানপাট।
অন্যদিকে সৈখোয়াকাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে প্ৰতিবাদ চলছে। উজানের তিনসুকিয়া, ডিব্রুগড় ছাড়াও নিম্ন ও মধ্য অসমের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রতিবাদ হচ্ছে। ঢেকিয়াজুলি, বঙাইগাঁওয়ের রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করছেন বাঙালিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *