BRAKING NEWS

বর্মা-আস্থানার পর এবার বসসি, বদলির নির্দেশ চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ সিবিআই অফিসার

নয়াদিল্লি, ৩০ অক্টোবর (হি.স.): অলোক বর্মা এবং রাকেশ আস্থানার পর এবার একে বসসি| সিবিআই-এর ‘নির্বাসিত’ ডিরেক্টর অলোক বর্মা এবং সিবিআই-এর ‘নির্বাসিত’ স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানা ছুটিতে পাঠানোর সরকারি নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন| কিন্তু, সিবিআই অফিসার এ কে বসসি বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন| সম্প্রতি জরুরিকালীন ভিত্তিতে সিবিআই-এর অন্তর্বর্তীকালীন ডিরেক্টর নিয়োগ করা হয় এম নাগেশ্বর রাওকে| পাশাপাশি ছুটিতে পাঠানো হয় অলোক বর্মা এবং রাকেশ আস্থানাকে| এখানেই শেষ নয়, সিবিআই অফিসার এ কে বসসিকে আন্দামানের পোর্ট ব্লেয়ারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়|
সিবিআইয়ের ভারপ্রাপ্ত অধিকর্তা এম নাগেশ্বর রাওয়ের নির্দেশেই বদলি করা হয় এ কে বসসিকে| আর তাই বদলির নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এ কে বসসি| জরুরিকালীন ভিত্তিতে শুনানির আবেদন করেছিলেন বসসি, তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত| পাশাপাশি সিবিআই-এর ‘নির্বাসিত’ স্পেশ্যাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠনেরও আর্জি জানিয়েছেন এ কে বসসি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *