BRAKING NEWS

মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে রাহুল, সিবিআই-এর অন্তর্কলহকে হাতিয়ার করে তোপ দাগলেন বিজেপিকে

উজ্জয়িনী, ২৯ অক্টোবর (হি.স.) : সিবিআই অন্তর্কলহ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। ভয় এবং আতঙ্ক পেয়ে চৌকিদ্বার রাত দু’টোর সময় সিবিআই ডিরেক্টরকে সরিয়ে দিয়েছেন বলে সোমবার উজ্জয়িনীতে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তিনি। সামনে মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচন। সেই দিকে নজর রেখে বিজেপির বিরুদ্ধে সিবিআই-এর অন্তর্কলহকে হাতিয়ার করে সোমবার রাহুল গান্ধী বলেন, ‘ভয়, আতঙ্কে চৌকিদ্বার সিবিআই ডিরেক্টরকে রাত ২’টোর সময় সরিয়ে দিয়েছে। রাফাল দুর্নীতিকে আড়াল করতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র। দেশ আগামীদিনে জানতে পারবে যে চৌকিদ্বারই চোর। তখনই সব পরিষ্কার হয়ে যাবে।’ পাশাপাশি কংগ্রেস সভাপতি বলেন, কেন্দ্র সেনাবাহিনীর কল্যাণে কি করেছে? পঞ্চায়েত রাজকে শেষ করে দিয়েছে, জম্মু ও কাশ্মীরকে পুড়িয়ে দিয়েছে, জঙ্গিদের জন্য দরজা খুলে দিয়েছে। রাফাল নিয়ে সিবিআই তদন্ত করতে যাচ্ছিল। তার আগে সিবিআই ডিরেক্টরকে পদ থেকে সরিয়ে দিল।
কৃষকদের দুর্দশা প্রসঙ্গে বলতে গিয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি কখনও মিথ্যা প্রতিশ্রুতি দিই না। দশদিনের মধ্যে কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি কৃষকদের ঋণ মকুব করে দেবেন।’ শিপ্রা নদী দূষণমুক্ত না হওয়ার জন্য রাজ্যের বিজেপি সরকারের নিন্দায় মুখর হয়ে তিনি বলেন, শিপ্রা নদীর স্বচ্ছতার জন্য ৪০০ কোটি খরচ করা হয়েছে। কোনও মন্ত্রী যদি এই নদীর জল পান করে তবে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়বেন। আমার কাছে খবর এসেছে কুম্ভ মেলা নিয়েও দুর্নীতি হয়েছে। এর সিবিআই তদন্তের দাবি আমি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *