BRAKING NEWS

পেট্রোল ডিলারদের ধর্মঘটের পেছনে বিজেপির হাত রয়েছে, দাবি অরবিন্দ কেজরিওয়ালের

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : দিল্লিতে পেট্রোল ডিলারদের ধর্মঘটের পেছনে বিজেপির হাত রয়েছে বলে দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন| ২২ অক্টোবর সকাল ছ’টা থেকে ২৩ অক্টোবর সকাল পাঁচটা পর্যন্ত, একদিনের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে| জ্বালানির মূল্যের উপর থেকে দিল্লি সরকার যাতে ভ্যাট কমিয়ে দেয়, সেই দাবিতে একদিনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন| দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটের জেরে সোমবার সকাল থেকেই রাজধানীর প্রায় ৪০০টি পেট্রোল পাম্প বন্ধ হয়ে রয়েছে। স্বাভাবিক ভাবেই দুর্ভোগে পড়েছেন দিল্লিবাসী। এর প্রেক্ষিতে সোমবার ট্যুইটারে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, আয়কর হানার ভয় দেখিয়ে এই ধর্মঘট করতে পেট্রোল ডিলারদের বাধ্য করেছে বিজেপি। যেসব পেট্রোল ডিলার এই ধর্মঘটে যোগ দেবে না তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে তেল কোম্পানিগুলিকে। দিল্লিবাসীকে বিরক্ত করাটা বন্ধ করা উচিত বিজেপির। বিগত চার বছর পেট্রোলের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে দিয়েছে মোদী সরকার। কেন্দ্রের উচিত জ্বালানি তেলের উপর করের বোঝা কমিয়ে দেওয়া। পেট্রোল ও ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আনা উচিত। কেন মুম্বইতে এরকম ধর্মঘট হচ্ছে না। কারণ সেখানে বিজেপি সরকার রয়েছে।
উল্লেখনীয় দিল্লি পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নিশ্চল সিংঘানিয়া জানিয়েছেন, দেশবাসীকে স্বস্তি দেওয়ার জন্য সম্প্রতি পেট্রোল-ডিজেলের দাম আড়াই টাকা কমিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর দিল্লির প্রতিবেশী দুই রাজ্য হরিয়ানা এবং উত্তর প্রদেশে পেট্রোল-ডিজেলের দামের উপর থেকে ভ্যাট কমানো হয়েছিল। এর ফলে ওই দুই রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমে যায়, দিল্লিবাসী ওই দুই রাজ্যে গিয়ে পেট্রোল-ডিজেল নেওয়া শুরু করেন। আর তাই দিল্লির ব্যবসা খারাপ হতে থাকে। আর তাই, জ্বালানির মূল্যের উপর থেকে দিল্লি সরকার যাতে ভ্যাট কমিয়ে দেয়, সেই দাবিতে ২২ অক্টোবর সকাল ছ’টা থেকে ২৩ অক্টোবর সকাল পাঁচটা পর্যন্ত, একদিনের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *