BRAKING NEWS

ওডিশায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির জন্য রাজ্য সরকারকে দায়ী করলেন স্মৃতি ইরানি

ভুবনেশ্বর, ৭ অক্টোবর (হি.স.) : পেট্রোল ও ডিজেলের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জেরে জেরবার ওডিশাবাসী। এই পরিস্থিতির জন্য ওডিশার সরকারের নিন্দায় মুখর হলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী স্মৃতি ইরানি।

রবিবার ওডিশায় বিজেপির রাজ্য সম্মেলনের উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার জ্বালানি তেলের দাম লিটার পিছু ২টাকা ৫০পয়সা কমিয়ে দিয়েছেন। কিন্তু নবীন পট্টনায়ক পেট্রোল ও ডিজেলের উপর রাজ্যের কর কমাচ্ছেন না। তাই ওডিশায় পেট্রোল ও ডিজেলের দাম ক্রমাগত বেড়েই চলেছে। এমনকি তিনি ওডিশাবাসীকে আয়ুষ্মান ভারত প্রকল্প থেকেও বঞ্চিত করে রেখেছেন।

পাশাপাশি রাজ্যে আইনশৃঙ্খলা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এই বিষয়ে স্মৃতি ইরানি বলেন, বিজু জনতা দল নেতৃত্বাধীন সরকারের আমলে ওডিশা রাজ্যে আইনশৃঙ্খলা কার্যত ভেঙে পড়েছে।

উল্লেখনীয় পরের বছরই ওডিশায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। তার আগে রাজ্যের বেহাল অবস্থা কথা এদিন তুলে ধরেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *