BRAKING NEWS

সাত রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৪ অক্টোবর (হি.স.) : সাত রোহিঙ্গাদের মায়ানমারে ফেরত পাঠানোর কেন্দ্রীয় সিদ্ধান্তে কোনও রকমের হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট।

বুধবার এই মামলার শুনানি ছিল। ওইদিন কেন্দ্রীয় সরকারের তরফে সুপ্রিম কোর্টকে জানানো হয় যে ওই সাতজন রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মায়ানমার। যোগ্য নাগরিক মর্যাদা দিয়ে তাদের ফিরিয়ে নিয়ে যেতে চায় মায়ানমার। বর্ষীয়ান আইনজীবী প্রশান্ত ভূষণ রোহিঙ্গা ইস্যুতে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দেয়। এর মূল মামলাটি দায়ের করে দুই রোহিঙ্গা শরণার্থী মহম্মদ সালিমুল্লা এবং মহম্মদ শাঁকির। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় এই বিষয়ে তারা কোনও রকমের হস্তক্ষেপ করবে না। উল্লেখনীয় আসমের শিলচরে ডিটেনশন ক্যাম্পে সাত রোহিঙ্গাকে আটক করে রাখা হয়েছে। সেখান থেকে তাদের মায়ানমারে ফেরত পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *