BRAKING NEWS

৫৪ দিনের মধ্যেই তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন : শশী থারুর

হায়দরাবাদ, ৩ অক্টোবর (হি.স.) : আর ৫৪ দিনের মধ্যেই তেলেঙ্গানায় অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। বুধবার এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। পাশাপাশি আগেরবার টিআরএস-কে জিতিয়ে রাজ্যবাসী যে ভুল করেছিল, তার পুনরাবৃত্তি যেন না হয় সেই আবেদন করেন তিনি।

সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়েছিলেন, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মিজোরামের সঙ্গে নাও হতে পারে তেলেঙ্গানার নির্বাচন। মঙ্গলবার শশী থারুর বলেন, আর মাত্র ৫৪ দিনের মধ্যে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। টিআরএস–কে ভোটে দেওয়া মানে আদতে বিজেপিকে ভোট দেওয়া। বিজেপিকে কেন্দ্র এবং টিআরএস-কে তেলেঙ্গানায় ভোট দেওয়ার মূল্য চোকাতে হচ্ছে তেলেঙ্গানা এবং ভারতকে। আমরা তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের দিকে এগিয়ে চলেছি। ভুল হতেই পারে কিন্তু বৃহদ গণতান্ত্রিক ক্ষেত্রে সেই ভুলটি শুধরোনোর সুযোগ রয়েছে।

উল্লেখনীয় নির্ধারিত সময়ের আগেই বিধানসভা ভেঙে দেন কে চন্দ্রশেখর রাও। তাই রাজ্যে এখন ভোটের পরিস্থিতি তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *