BRAKING NEWS

উদ্ভাবন ও উন্নতমানের পণ্য সরবরাহ করাটাই বর্তমান সময়ের চাহিদা : প্রধানমন্ত্রী

আনন্দ, ৩০ সেপ্টেম্বর (হি.স.) : উদ্ভাবন এবং উন্নতমানের পণ্য সরবরাহ করাটাই বর্তমান সময়ের চাহিদা। রবিবার গুজরাটের আনন্দে এক জনসভায় এমনই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, একটা সময় ছিল যখন খাদ্য শস্যের অভাবে দেখা যেত। সেই ঘাটতি পূরণ করার জন্য খাদ্যশস্য আমদানি করতে হত। কিন্তু এখন পরিস্থিতির পরিবর্তন ঘটেছে। সময়ের চাহিদা মেনে আমাদের উদ্ভাবন এবং উন্নতমান পণ্যের উপর জোর দিতে হবে।
সমবায় ক্ষেত্রের মাধ্যমে কৃষি উন্নয়নের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমূলের পাশাপাশি উত্তর গুজরাটের মানুষও সমরায় ক্ষেত্রের সঙ্গে যুক্ত। আমাদের বানস ডেয়ারি, দুধসাগর ডেয়ারি রয়েছে। এই সমস্ত ক্ষেত্রগুলিই গুজরাটের কৃষকদের সহায়তা করে আসছে। দীর্ঘ সময় ধরে গান্ধীনগরে বসে থাকা মানুষেরা এরকম সমবায় ভিত্তির প্রকল্পগুলি অপছন্দ করে এসেছে। সৌরাষ্ট্রের এরকম ধরণের প্রকল্প গড়া পরিপন্থী ছিলেন তারা। কিন্তু নব্বই দশকের শেষের দিক থেকে পরিস্থিতির পরিবর্তন হয়েছে। আর এখন গুজরাটের সমস্ত জেলায় এই ক্ষেত্রে ভাল কাজ করে চলেছে।
সমবায় ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজতন্ত্র ও ধনতন্ত্রের রূপ কি টা আমরা দেখছি। কিন্তু সর্দার প্যাটেল আমূলের মাধ্যমে একটা অন্য দিশা দেখিয়েছিলেন। যেখানে কোনও উদ্যোগপতি এবং সরকারি কোনও আমলা শেষ সিদ্ধান্ত নেয় না। এখানে জনগণই শেষ কথা। এক শতাব্দী আগে পৌর রাজনীতিতে আত্মপ্রকাশ হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলের। দারিয়াপুর থেকে কেবল এক ভোটের ব্যবধানে জিতে আহমেদাবাদ পৌরসভার প্রধান হন তিনি। তখনই তিনি সমবায় প্রকল্পের উপর বিশেষ জোর দিয়েছিলেন।
এদিন প্রধানমন্ত্রী ১১০০ কোটি টাকা আধুনিক খাদ্য প্রক্রিয়াকরণ উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে আমূলের অত্যাধুনিক চকোলেট প্ল্যাট, আনন্দ কৃষি বিশ্ববিদ্যালয়ের ইনকিউবেশন সেন্টার কাম সেন্টার অফ এক্সিলেন্সের। মুজকুভা গ্রামে গিয়ে সৌরশক্তি সমবায় সোশাইটিরও দ্বারোঘাটন করেন প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *