BRAKING NEWS

পৃথক স্থানে যান সন্ত্রাসের বলি দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ পৃথক স্থানে দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে৷ আরও দুই জন গুরুতর আহত হয়েছেন৷ জানা গেছে, সোনামুড়া থানাধীন কুলুবাড়ি এলাকার বাসিন্দা করিম মিঞা ও তার স্ত্রী তসলিমা বেগম সুকটি করে মেলাঘর বাজার থেকে বাড়ি ফিরছিলেন৷ বিকাল আনুমানিক ৪.৩০ মিনিট নাগাদ এনসি নগর উত্তরপাড়া এলাকায় সুকটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়৷ তাতে স্বামী ও স্ত্রী গুরুতর ভাবে আহত হন৷ দুর্ঘটনার খবর পেয়ে সোনামুড়া থেকে দমকল কর্মীরা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায়৷ কিন্তু, হাসপাতালে যাওয়ার পথেই করিম মিঞার মৃত্যু হয়৷ তাঁর স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ কিন্তু, তার অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷ তিনি ছয়মাসের অন্তঃসত্বা বলে চিকিৎসকরা জানিয়েছেন৷

এদিকে বৃহস্পতিবার রাত আনুমানিক ১.৩০ মিনিট শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ অপর আরেক যুবক গুরুতর আহত বলে জানা গেছে৷ পুলিশ জানিয়েছে, উদয়পুর চন্দ্রপুর এলাকার বাসিন্দা কমলেশ দেবনাথ তার বন্ধু রাহুল দেবকে নিয়ে গণেশ পূজা থেকে কামালঘাট যাচ্ছিল৷ মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে শালবাগান বিএসএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায় তারা দুর্ঘটনার কবলে পড়ে৷ ঘটনাস্থলেই কমলেশ দেবনাথের মৃত্যু হয়েছে৷ খবর পেয়ে এনসিসি থানার পুলিশ ও দমকল কর্মীরা ছুটে গিয়ে তাদের হাসপাতালে ভর্তি করিয়েছে৷ চিকিৎসকরা কমলেশ দেবনাথকে মৃত বলে ঘোষণা দিয়েছে৷ রাহুল দেবের অবস্থা আশঙ্কা জনক বলে জানা গেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *