BRAKING NEWS

পঞ্চায়েতের উপ নির্বাচন, মনোময়ন জমা দেওয়া নিয়ে ফের রাজ্যের নানা স্থানে রাজনৈতিক হিংসার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ পঞ্চায়েত উপ নির্বাচনে মনোময়ন জমা দেওয়া নিয়ে ফের গন্ডগোল হয়েছে৷ বামুটিয়া, কাঁকড়াবন, কমলপুর মহকুমায় সালেমা, দুর্গাচৌমুহনী এবং বিলোনিয়ায় বনকর বাজারে সিপিএমের প্রার্থীদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ শুধু তাই নয়, কংগ্রেস কর্মীদের উপরও বিজেপি কর্মীরা আক্রমণ করেছে বলে অভিযোগ উঠেছে৷ তাতে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায় পঞ্চায়েত উপ নির্বাচনে শান্তির পরিবেশ ফিরিয়ে না আনা হলে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার হুঙ্কার দিয়েছেন৷

অভিযোগ, বুধবার বামুটিয়া ব্লক অফিস বিজেপির কর্মীরা ঘেরাও করে রেখেছিলেন৷ সিপিএম কিংবা কংগ্রেস কাউকেই সেখানে ঢুকতে দেওয়া হয়নি৷ ফলে তারা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেনি৷ এদিকে, মঙ্গলবার কাঁকড়াবনে সর্বদলীয় সভায় মারধর এর ঘটনার রেস ধরে বুধবার সিপিএমের এক কর্মীকে ফের মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে৷ এদিকে, কমলপুর মহকুমার সালেমা এবং দুর্গচৌমুহনী ব্লকেও বিরোধী কাউকেই ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে৷ এমনকি ব্লকের কর্মীরা অফিস থেকে বের হওয়ার পর তাদের ব্যাগে মনোনয়নপত্র রয়েছে কিনা বিজেপি কর্মীরা বলপূর্বক তা খঁুজে দেখেছেন৷ সিপিএমের আরো অভিযোগ বিলোনীয়ায় বনকর বাজারে দলীয় কর্মীকে বিজেপি কর্মীরা প্রচন্ড মারধর করে তার হাত থেকে মনোয়ন পত্র ছিনিয়ে নিয়েছে৷ এদিন রাজ্যের বিভিন্ন স্থানে উপ নির্বাচনকে ঘিরে বিজেপি কর্মীদের হুমকির মুখে বিরোধী দলের কর্মীরা ভিশন আতঙ্কে রয়েছেন৷ প্রদেশ কংগ্রেস এদিন মোহনভোগ এবং বামুটিয়ায় দলীয় কর্মীদের উপর বিজেপি কর্মীদের দ্বারা আক্রমণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে৷ প্রাক্তন বিধায়ক গোপাল রায় উপ নির্বাচনকে রাজ্য সরকার প্রহসনে পরিণত করেছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, সারা রাজ্যে উপ নির্বাচনকে ঘিরে ভয়ভিতির পরিবেশ সৃষ্টি হয়েছে৷ শাসক দল সমর্থীতরা বিরোধীদের নির্বাচনে অংশ নেওয়ার কোনও সুযোগ দিতে চাইছে না৷ গোপাল রায়ের অভিযোগ, রাজ্য সরকার ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে৷ বিরোধীদের কাছ থেকে শাসক দলের কর্মীরা বলপূর্বক মনোনয়নপত্র ছিনিয়ে নিয়ে যাচ্ছেন৷ অথচ, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে৷ অভিযোগ জানালেও কোন প্রতিকার মিলছে না৷ বরং বিজেপি কর্মীদের হামলা হুজ্জুতি দিনে দিনে বেড়েই চলেছে৷ তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন পরিস্থিতিতে বিরোধীরা নির্বাচনে হয়তো বা প্রতিদ্বন্দ্বিতাই করতে পারবে না৷ কিন্তু, তা সহজে মেনেও নেবে না প্রদেশ কংগ্রেস৷ অবিলম্বে রাজ্যে শান্তির পরিবেশ ফিরেয়ে না আনা হলে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস বৃহত্তর আন্দোলনে নামবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *