BRAKING NEWS

এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সোনা জিতলেন সালওয়া নাসের, হিমা পেলেন রুপো

জাকার্তা, ২৬ আগস্ট (হি.স.) : রবিবার এশিয়ান গেমসে মহিলাদের ৪০০ মিটার দৌড়ে সালওয়া নাসের জিতলেন সোনা। হিমা দাস জিতলেন রুপো। সপ্তমদিনে হিটের সময় কমেন্ট্রি বক্সে বসে যা ভবিষ্যদ্বাণী করা হয়েছিল, সেটাই শেষ পর্যন্ত সত্যি হল। তবে
৫১ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন হিমা। এদিন সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন ৫০.৭৯ সেকেন্ড সময় নিয়ে। নির্মলা শিওরান অল্পের জন্য ব্রোঞ্জ হারান। না হলে ভারতের ঘরে আরও একটি পদক যোগ হত।
অন্যদিকে পুরুষদের ৪০০ মিটার দৌড়ে অতীতে সোনালি ইতিহাসের পুনরাবৃত্তি করলেন। সোনা না জিতলেও রুপো জিতলেন মহম্মদ আনাস ইয়াহিয়া। সময় নিলেন ৪৫.৬৯ সেকেন্ড। প্রথম স্থানে ছিলেন কাতারের আবদালেলা হাসান। তিনি সময় নেন ৪৪.৮৯ সেকেন্ড। অপর ভারতীয় রাজীব আকোরিয়া অল্পের জন্য ব্রোঞ্জ পদক হারান। তিনি সময় নেন ৪৫.৮৪ সেকেন্ড। আর ১০ হাজার মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতলেন লক্ষ্মণন গোবিন্দন। ২০ বছর পর কোনও ভারতীয় ফের একবার এই ইভেন্টে পদক পেলেন। ১৯৯৮ সালেগুলাব চাঁদ ব্রোঞ্জ জিতেছিলেন। তার পর এত দিন কেউই কোনও পদক জিততে পারেননি। গোবিন্দন সময় নেন ২৯:৪৪.৯১ মিনিট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *