BRAKING NEWS

এশিয়ান গেমসে স্কোয়াসে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক দীপিকা পাল্লিকলের

জাকার্তা, ২৫ আগস্ট (হি.স.) : শেষ পর্যন্ত এশিয়ান গেমসে স্কোয়াসে মহিলা সিঙ্গলসে ব্রোঞ্জ পদক জিতলেন দীপিকা পাল্লিকল৷ শনিবার ছয় বারের সোনাজয়ী মালয়েশিয়ান নিকোল আন ডেভিডের কাছে হারতে হয় দীপিকা পাল্লিকলের৷
সেমিফাইনালে মালয়েশিয়ান প্রতিদ্বন্দ্বীর কাছে হারলেও ব্রোঞ্জ জিতলেন পাল্লিকল৷ দীনেশ পত্নীর হাত ধরেই এশিয়াডে এদিন প্রথম পদক এল ভারতের ঝুলিতে৷ নিকোল ডেভিডের কাছে দীপিকার হার ৩-০ ব্যবধানে৷ কোয়ার্টার ফাইনালে দীপিকা ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন জাপানি তারকা মিসাকি কোবায়াশিকে৷
অপর কোয়ার্টার ফাইনালে জ্যোৎস্না চিনাপ্পা ৩-১ ব্যবধানে পরাস্ত করেন হো লিং চানকে৷ ভারতীয় তারকার পক্ষে ম্যাচের ফল ১১-৫, ১২-১০, ৫-১১, ১২-১০৷ শনিবার শেষ চারে জ্যোৎস্নাকে সামলাতে হবে আরও এক মালয়েশিয়ান তারকা সিবাসাংগারি সুব্রমণিয়ামের চ্যালেঞ্জ৷ সেমিফাইনালে উঠে নূন্যতম ব্রোঞ্জপদক পাকা করেছেন জ্যোৎস্না চিনাপ্পা৷
তবে জাকার্তায় সপ্তম দিনে শুটিংয়ে হতাশ করলেন ১৫ বছরের শুটার অনীশ ভানওয়ালা ৷ ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন অনীশ৷ চলতি বছরে কমনওয়েলথ গেমসে কনিষ্ঠ মেডেল প্রাপক ছিলেন অনীশ৷ কমনওয়েলথে ২৫ মিটার ব়্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে সোনার পদক জিতেছেন উঠতি তারকা৷ এদিন মেয়েদের সিঙ্গলসে ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বী ফিটরিয়ানিকে হারিয়ে এশিয়াডের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সাইনা নেহওয়াল৷ ৩০ মিনিটের লডা়ই শেষে ২১-৬, ২১-১৪ ব্যবধানে ফিটরিয়ানিকে হারান ভারতীয় শাটলার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *