BRAKING NEWS

জৌলুসহীন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নেবেন ইমরান খান

ইসলামাবাদ, ২ আগাস্ট (হি.স.): জমকালো ভাবে নয়। জৌলুসহীন অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদের জন্য শপথ নিতে চান ইমরাম খান। সেই অনুযায়ী কোনও বিদেশি রাষ্ট্রের সরকারি প্রতিনিধি এবং সেলিব্রেটিকে নিমন্ত্রণ না করার সিদ্ধান্ত বৃহস্পতিবার নেওয়া হয়েছে। তবে বন্ধু হিসেবে আমন্ত্রণ পেয়েছেন বহু নামি ব্যক্তিত্ব |

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী জানিয়েছেন, সাধারণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে শপথ নিতে চান তিনি (ইমরান খান)। আইসান-ই-সদরে শপথ নেবেন তিনি। কোনও বিদেশি প্রতিনিধিকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ না করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গোটা অনুষ্ঠানটাই জাতীয় অনুষ্ঠানের মতো করে আয়োজন করা হবে। শুধুমাত্র ইমরান খানের কিছু ঘনিষ্ঠ বন্ধুদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে কোনও বাড়তি কিছু করা হবে না।

বুধবার নিজেদের দলের পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদেশি রাষ্ট্রগুলির প্রতিনিধি আমন্ত্রণ জানানোর। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, কপিল দেব, নভজ্যোত সিং সিধু, অভিনেতা আমির খানকে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিং সিধু জানিয়েছেন, তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে যাবেন।

এই ঘোষণার পর প্রশ্ন তুলছেন বিরোধীরা। ভোটগ্রহণের সময় কারচুপির যে অভিযোগ তাঁরা এনেছেন, সেটা যাতে বাইরের অতিথিদের সামনে প্রকাশ না হয়, তার জন্যই কি এই সিদ্ধান্ত নিলেন ইমরান খান। নরেন্দ্র মোদীর ক্ষেত্রে জানানো হয়, মোদীর সঙ্গে ইমরানের প্রধান বিরোধী নওয়াজ শরিফের সম্পর্ক খুব ভাল। ২০১৪ সালে ভারত সফরে এসেছিলেন নওয়াজ শরিফ। তারপর ঝটিকা সফরে পাকিস্তানে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের রাজনীতিতে ইমরাম খান এবং নওয়াজ শরিফ বিপরীত মেরুতে অবস্থান করেন। মনে করা হচ্ছে সেই জন্য প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানানো হয়নি। অন্যদিকে আরও একটি সূত্র থেকে জানা গিয়েছে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি খারাপ। তাই সেটা বিদেশি রাষ্ট্রের সামনে আনা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *