BRAKING NEWS

কর্ণাটকে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী, দাবি ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ৩১ জুলাই (হি.স.): রাজ্যে বিভাজনের রাজনীতি করছেন মুখ্যমন্ত্রী কুমারস্বামী। মঙ্গলবার এমনই দাবি করলেন বর্ষীয়ান বিজেপি নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

এদিন উত্তর কর্ণাটকের বঞ্চনার প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে তোপ দেগে বি এস ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যের শাসন ব্যবস্থা চলছে বিভাজনের রাজনীতিতে | এদিন মুখ্যমন্ত্রী কুমারস্বামীকে নিশানা করে তিনি বলেন, দুর্ভাগ্যবসত তিনি মাত্র ৩৭ জন জেডি(এস) বিধায়কদের জন্য কাজ করছেন। গোটা কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করছেন না তিনি। কর্ণাটকের বিভিন্ন অংশ সহ উত্তর কর্ণাটকের প্রতি অবিচার করেছেন। যার ফলে উত্তর কর্ণাটকে বিক্ষোভের সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরে রাজ্য বাজেট পেশ হওয়ার পর থেকে উত্তর কর্ণাটকের মানুষের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বঞ্চনার অভিযোগ এনেছেন। এই বিষয়ে কংগ্রেস-জেডি(এস) জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর বিরুদ্ধে যাবতীয় ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা। অন্যদিকে সোমবার মুখ্যমন্ত্রী কুমারস্বামী বলেছিলেন, আপনারা সব সময় বলে থাকেন যে আমি চার জেলার মুখ্যমন্ত্রী। বাজেটে প্রস্তাবিত ২,১৮,০০০ কোটি টাকার মধ্যে চারটি জেলার উন্নয়নের জন্য ৫১৪ কোটি টাকা ধার্য করেছি। এটা কি এমন সমস্যা?

মিডিয়ার বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী কুমারস্বামী দাবি করেছিলেন কোনও ইস্যু ছাড়া সংবাদমাধ্যম এই বিষয়ে ইন্ধন দিচ্ছে। উত্তর কর্ণাটকের মানুষ সরকারের পাশে রয়েছে। কোনও কিছু যদি হয়ে তার জন্য মিডিয়া দায়ী থাকবে বলে স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *