BRAKING NEWS

এনআরসি অসম ইস্যু : গান্ধী মূর্তির পাদদেশে ধর্না তৃণমূল সাংসদদের

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): অসমে জাতীয় নাগরিক পঞ্জির চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ নিয়ে সোমবারই উদ্বেগ প্রকাশ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়| কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছিলেন, বাংলা চুপ করে থাকবে না| সত্যিই বাংলা চুপ করে থাকল না, এনআরসি অসম ইস্যুতে মঙ্গলবার সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্না-বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল সাংসদরা| পোস্টার হাতে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, প্রসূণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, সন্ধ্যা রায়, ইদ্রিশ আলি, মণীশ গুপ্তা, শতাব্দী রায়, প্রতিমা মণ্ডল সহ অন্যান্য তৃণমূল সাংসদরা| এর আগে এনআরসি অসম ইস্যুতে সংসদে মুলতুবি প্রস্তাবও আনেন তৃণমূল সাংসদ সৌগত রায়|

শুধু তৃণমূল সাংসদরাই নন, এনআরসি অসম ইসু্যতে গান্ধী মূর্তির সামনে ধর্না ও বিক্ষোভ প্রদর্শন করেছেন সমাজবাদী পার্টি এবং আম আদমি পার্টি (আপ)-র সাংসদরাও| হাতে পোস্টার নিয়ে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন প্রমুখরা| অসমের জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি)-এর খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| কারণ, জাতীয় নাগরিক পঞ্জিকরণ (এনআরসি)-এর অংশ হওয়ার দাবি জানিয়ে আবেদন করেছিলেন ৩.২৯ কোটি মানুষ| তবে, তালিকায় রয়েছে ২.৮৯ কোটি মানুষের নাম| আর তাই চরম উত্কণ্ঠায় রয়েছেন প্রায় ৪০ লক্ষ মানুষ| তবে, অভয় দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং| রাজনাথের মতে, আতঙ্কিত হওয়ার কিছু নেই| এনআরসি অসম ইসু্যতে মঙ্গলবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *