BRAKING NEWS

লেফুঙ্গায় বিএসি চেয়ারম্যান বদল, বৃহত্তর আন্দোলনের হুঙ্কার আইপিএফটির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷  মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করার পর কিছুদিন বন্ধ ছিল। কিন্তু আবার সমহিমায় ফিরে এল ক্ষমতাসীন বিজেপির জোটসঙ্গী আইপিএফটি। দল আবার বৃহত্তর আন্দোলনে যাবার হুঙ্কার দিতে শুরু করেছে।জানা গেছে, বেশ কিছুদিন ধরে বিএসি চেয়ারম্যান বদলের দাবি নিয়ে সক্রিয় ছিল আইপিএফটি। কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে আন্দোলন সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কিন্তু এখন আবার স্থানীয় আইপিএফটি-র নেতৃত্বরা আন্দোলনে নামার হুঁশিয়ারি দিল।উল্লেখ্য, গত ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত লেফুঙ্গা ব্লকে তালা ঝুলেছিল। সেই সময় মুখ্যমন্ত্রীর বিপ্লবকুমার দেবের সঙ্গে আলোচনার মধ্যে মীমাংসা হয়ে যাওয়ার পর ১৩ জুন তালা খুলে দেওয়া হয়। আইপিএফটির স্থানীয় নেতারা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় তাঁরা সন্তুষ্ট। তাই পরে তালা খুলে দেওয়া হয়।এদিকে স্থানীয় আইপিএফটির নেতৃত্বরা জানান, যদি চলতি সপ্তাহের মধ্যে বিএসি চেয়ারম্যানের বদল না হয় তা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে শামিল হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে। কোনও অবস্থাতেই তাঁরা বিজেপির নেতাকে এই পদে মেনে নেবে না। কারণ এলাকায় আইপিএফটির শক্তি বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *