BRAKING NEWS

জঙ্গি হামলার আশঙ্কা, লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ সহ উত্তর-পূর্বের রাজ্যে

নয়াদিল্লি, ৩০ জুন (হি.স.): জঙ্গি হামলার আশঙ্কা, লাল সতর্কতা জারি করা হল পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও সিকিমের সীমান্তবর্তী সমস্ত এলাকায়| কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কবার্তা পাঠিয়েছে, সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) ও এসএসবি-র সমস্ত ইউনিটে। লস্কর-ই-তৈবার পাঁচ জঙ্গির অনুপ্রবেশ নিয়ে এই সতর্কতা।
পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড ও সিকিমের সমস্ত স্থল সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে। সিল করে দেওয়া হয়েছে বাংলাদেশ লাগোয়া বেশ কিছু বর্ডার আউট পোষ্ট (বিওপি)। সর্বত্র তল্লাশি অব্যাহত বিএসএফ-এর। বিএসএফ জওয়ানরা গ্রামবাসীদের নিয়ে বিভিন্ন স্থানে করছেন প্রচার অভিযান। প্রচার অভিযানে জানাও হচ্ছে, অপরিচিত কাউকে দেখতে পেলেই খবর দিতে হবে বিএসএফের বর্ডার আউট পোষ্ট (বিওপি)-এ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *