BRAKING NEWS

ছেলে ধরার সাতটি হামলার ঘটনায় গ্রেপ্তার ১৮, পুলিশকে কঠোর হতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন৷৷ কিডনি চুরির গুজবকে ঘিরে সংগঠিত হিংস্র ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে৷ মোট ৭টি ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তবে, গুজবের জেড়ে বৃহস্পতিবার মুড়াবাড়িতে এক ফেরিওয়ালাকে নৃশংসভাবে খুনের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি৷ পুলিশ সূত্রে জানা গেছে, ওই ঘটনায় প্রায় ৩০/৪০ জন গ্রামবাসীকে সনাক্ত করা হয়েছে৷

রাজ্য পুলিশের জনৈক কর্তা জানিয়েছেন, গুজবের জেড়ে উৎশৃঙ্খল জনতা হিংস আচরণে পৃথক স্থানে ৭টি ঘটনা ঘটেছে৷ তাতে মনুবাজার থানার অধীন শাকবাড়িতে বৃহস্পতিবার তবলা প্রশিক্ষক সুকান্ত চক্রবর্তীকে সংঘবদ্ধ হামলায় খুনের ঘটনায় ওই দিন গভীর রাতেই পুলিশ রবীধন ত্রিপুরা, অশিক দাস এবং বিরেন্দ্র মোহন ত্রিপুরাকে গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় সন্দেহভাজন অপর একজনকে শুক্রবার পুলিশ আটক করেছিল৷ কিন্তু, ওই তিনজনকে এদিন আদালত তোলা হলেও তাকে আদালতে সোপর্দ করেনি পুলিশ৷ জানা গেছে, সুকান্ত চক্রবর্তী খুনের ঘটনায় মনুবাজার থানার পুলিশ ভারতীয় দন্ডবিধি ১৪৮, ১৪৯, ৩৪১, ৩০৭ এবং ৩০২ ধারায় মামলা দায়ের করেছে৷ ধৃত তিনজনকে আদালত তিনদিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷

এদিকে, বাধারঘাটে রেলওয়ে স্টেশনের গুজবের জেরে তিন রেলওয়ের ট্রেক সার্ভেয়ারকে বৃহস্পতিবার উৎশৃঙ্খল জনতা আক্রমণ করতে গিয়ে জিআরপি এবং আরপিএফের কর্মীদের আক্রন্ত করেছে৷ ওই ঘটনায় আমতলী থানার পুলিশ শুক্রবার পূজন দেবনাথ, সুবীর দে, সৌরভ দে এবং নিতাই মজুমদারকে গ্রেফতার করেছে৷ বিশালগড়ে দুই মহিলাকে গুজবের কারণেই আক্রমণের ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে৷ ওই ঘটনায় ঋৃত সরকার নামের এক মহিলার জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে৷ পুলিশ টুটন দাস, বিপ্লব দেবনাথ, বিনয়  দেবনাথ এবং সমীর নম দাশকে ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেফতার করেছে৷

এদিন প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আইন মন্ত্রী রতন লাল নাথ জানান, কিডনি চুরির গুজবকে ঘিরে পৃথক স্থানে মোট ৭টি ঘটনা ঘটেছে৷ ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের মধ্যে ১৭ জন সিপিএম সমর্থক বলে আইনমন্ত্রী দাবি করেছেন৷ অপর একজন অজ্ঞাত পরিচয় বলে তিনি জানিয়েছেন৷ এদিন তিনি আরও জানান, বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর ১০০ দিনে মোট ১২ হাজার ৩৫ কেজি গাঁজা উদ্ধার হয়েছে৷ তাতে পৃথক থানায় ১১৭টি মামলা নথিভূক্ত হয়েছে৷ গাঁজা পাচারের ঘটনায় মোট ৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ তাদের মধ্যে ৭২ জন সিপিএম সমর্থক এবং ১৫ জন বহিরাগত বলে দাবি করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তিনি জানান, বাকিদের এখনও নাম ঠিকানা সনাক্ত করা যায়নি৷

এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তাঁর সরকারি আবসনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকার সারা রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আপ্রাণ চেষ্টা করছে৷ কিন্তু, সিপিএমের তা সহ্য হচ্ছে না৷ গত কয়েকদিনের ঘটনায় সিপিএমের ষড়যন্ত্র  স্পষ্ট হয়ে গেছে৷ তিনি আশ্বাস দেন, এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না৷ তাঁর কথায়, পুলিশকে স্বাধীনভাবে যে কোন হিংস্র ঘটনার কড়া হাতে দমন করার নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যে, গুজবকে ঘিরে হিংস্র ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করা হয়েছে৷

এদিকে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি বলেন, গুজব ছড়িয়ে স্বার্থান্বেষী মহলকে সুযোগ নিতে দেওয়া সঠিক হবে না৷ তাই, গুজবে কান দেবেন না৷ শুধু তাই নয়, কখনও গুজব ছড়াবেন না৷ কারণ গুজবের জেরেই সারা রাজ্যে বেশ কয়েকজন খুন হয়েছেন৷ আরও কয়েকজন আহত হয়েছেন৷ সাথে তিনি যোগ করেন, রাজ্যে শান্তি পরিবেশ বজায় রাখতে রাজ্য সরকারের কঠোর পদক্ষেপ নেওয়া খুবই প্রয়োজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *