BRAKING NEWS

আবারও ভিলেন বৃষ্টি, পুনরায় স্থগিত অমরনাথ যাত্রা

শ্রীনগর, ২৯ জুন (হি.স.): আবারও ‘ভিলেন’ বৃষ্টি| পুনরায় স্থগিত অমরনাথ যাত্রা| ব্যাপক পরিমাণে বৃষ্টি ও খারাপ আবহাওয়ার কারণে বৃহস্পতিবারের পর শুক্রবারও স্থগিত রাখা হল অমরনাথ যাত্রা| শুক্রবার সকালে গান্ডেরবাল জেলার বালতাল এবং নুনওয়ান উভয় বেস ক্যাম্প থেকেই স্থগিত রাখা হয়েছে অমরনাথ যাত্রা| বৃষ্টি কখন কমবে, সেই অপেক্ষায় আপাতত অস্থায়ী তাঁৱুতেই অপেক্ষা করছেন পুন্যার্থীরা| আবহাওয়ার উন্নতি হলেই, পুনরায় অমরনাথ যাত্রার অনুমতি দেওয়া হবে তীর্থযাত্রীদের| বালতাল বেস ক্যাম্প থেকে পদস্থ এক আধিকারিক জানিয়েছেন, ‘বৃষ্টিপাতের কারণে রাস্তা পিছলে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাইআপাতত স্থগিত অমরনাথ যাত্রা| বৃষ্টি কমলেই তীর্থযাত্রীদের অনুমতি দেওয়া হবে|’ প্রশাসন সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির জেরে ব্রারি মার্গে ফুট ওভার ব্রিজও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে|

 বিগত দু’দিনের মতো শুক্রবারও অমরনাথ যাত্রার উদ্দেশ্যে জম্মুর বেস ক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন পুন্যার্থীরা| শুক্রবার সকাল ৬.২৫ মিনিট নাগাদ ২,৮৭৬ জন তীর্থযাত্রী জম্মুর বেসক্যাম্প থেকে বালতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন| বালতাল বেস ক্যাম্প পৌঁছনোর পর, সেখান থেকে অমরনাথ গুফার উদ্দেশ্যে রওনা দেবেন তীর্থযাত্রীরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *