BRAKING NEWS

দীর্ঘ প্রতীক্ষার অবসান, কড়া নিরাপত্তায় শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা

জম্মু, ২৭ জুন (হি.স.): দীর্ঘ প্রতীক্ষার অবসান| কড়া নিরাপত্তায় বুধবার ভোর থেকে শুরু হল বার্ষিক অমরনাথ যাত্রা| বুধবার ভোরে পতাকা নাড়িয়ে ৬০ দিন ব্যাপী বার্ষিক অমরনাথ যাত্রার শূভ সূচনা করেছেন জম্মু ও কাশ্মীর-এর মুখ্য সচিব বি ভি আর সুব্রহ্মণম এবং জম্মু ও কাশ্মীরের রাজ্যপালের উপদেষ্টা বি বি ভ্যাস ও বিজয় কুমার| প্রথম পর্যায়ে জম্মু বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রার শুরু করেছেন প্রায় ৩,০০০ জন তীর্থযাত্রী|ভোর ৪.৩০ মিনিট নাগাদ কড়া নিরাপত্তা বেষ্টনীতে, ১০৭টি গাড়ি ও চারটি মোটরবাইকে চেপে দক্ষিণ কাশ্মীরের হিমালয়ে অমরনাথ তীর্থধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন পুন্যার্থীরা|

প্রশাসন সূত্রের খবর, বুধবার ভোর ৪.৩০ মিনিট নাগাদ ১০৭টি গাড়ি ও চারটি মোটরবাইকে চেপে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার নুনওয়ান-পহেলগাম বেস ক্যাম্প এবং গান্ডেরবাল জেলার বালতাল বেস ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ২,৯৯৫ জন তীর্থযাত্রী| তাঁদের মধ্যে ২,৩৩৪ জন হলেন পুরুষ, ৫২০ জন মহিলা, ২১টি শিশু এবং ১২০ জন সাধু রয়েছেন| পহেলগাম বেস ক্যাম্প ও বালতাল বেস ক্যাম্প পৌঁছনোর পর সেখান থেকেই পায়ে হেঁটে অমরনাথ তীর্থধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন পুন্যার্থীরা|

অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| জম্মু ও কাশ্মীর রাজ্যপালের উপদেষ্টা বিজয় কুমার জানিয়েছেন, ‘অমরনাথ যাত্রা খুবই গুরুত্বপূর্ণ বার্ষিক ইভেন্ট| পুন্যার্থীদের সুরক্ষায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে|’ অমরনাথ যাত্রায় এ বারও জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে| তাই পূণ্যার্থীদের নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে| নিরাপত্তা প্রসঙ্গে জম্মু সেক্টরের আইজি (সিআরপিএফ) জানিয়েছেন, ‘কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| যথোপযুক্ত প্রযুক্তির ব্যবহার করছি আমরা| গত বছরের তুলনায় নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে|এখনও পর্যন্ত হামলার কোনও সম্ভাবনা নেই, তবে সমস্ত ধরনের আক্রমণকে প্রতিহত করতে আমরা প্রস্তুত|’ কড়া নিরাপত্তা নিয়ে খুশি প্রকাশ করলেন তীর্থযাত্রীরাও| পুন্যার্থীরা জানিয়েছেন, ‘অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যেতে পারছি, এ জন্য আমরা খুবই খুশি| আমাদের কোনও ভয় নেই| নিরাপত্তা খুবই কড়াকড়ি|’ নিরাপত্তায় যাতে কোনও ফাঁক না থাকে, তার জন্য ব্যবস্থা রয়েছে সিসিটিভি ক্যামেরা, জ্যামার, ডগ স্ক্যোয়াড, ৱুলেট প্রুফ বাঙ্কার এবং স্যাটেলাইট ট্র্যাকিংয়েরও|

এদিকে, অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন| অডিও মারফত অমরনাথ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের বার্তা, তীর্থযাত্রীরা নিশ্চিন্তে অমরনাথ যাত্রা করতে পারেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *