BRAKING NEWS

জরুরি অবস্থা প্রসঙ্গে কংগ্রেসকে তোপ প্রধানমন্ত্রীর

মুম্বই, ২৬ জুন (হি.স.) : জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে নজিরবিহীন ভাবে কংগ্রেসের নিন্দায় সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশজুড়ে কালা দিবস পালন করছে বিজেপি। সেই উপলক্ষ্যে মুম্বইতে দলীয় কর্মীদের আয়োজিত বিচার সম্বোধন সভায় বক্তব্য রাখতে গিয়ে সাতের দশকে জরুরি অবস্থার জারি করে গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্য কংগ্রেসের নিন্দায় মুখর হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের সোনালি ইতিহাসে জরুরি অবস্থা একটি কালো দাগের মতো রয়ে গিয়েছে। জরুরি অবস্থা জারি করে কংগ্রেসের পাপের নিন্দা করলেই চলবে না। সংবিধান এবং গণতন্ত্রে রক্ষা করার বিষয়ে গণ সচেতনতা গড়ে তুলতে হবে। নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য বিরোধী দলের নেতাদের জেলে ঢুকিয়ে কংগ্রেস গোটা দেশকে কারাগারে পরিণত করেছিল। তাদের কাছে দেশ এবং গণতন্ত্রের কোনও মূল্য নেই। আদালতের নির্দেশে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে না দাঁড়িয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তারা কোন মুখে সংবিধান বাঁচানোর কথা বলে। যখন কিশোর কুমারজি তাদের (কংগ্রেস) হয়ে গান গাইতে অস্বীকার করেছিল তখন তার গান রেডিওতে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছিল। তারা(নেহরু-গান্ধী পরিবার) কোনও দিন ভাবেনি তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে। আর তাই প্রধান বিচারপতি বিরুদ্ধ ইমপিচমেন্ট এনে ছিল তারা।
সংবিধান এবং গণতন্ত্রের গুরুত্ব ও তার রক্ষার প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান রক্ষার্থে এবং গণতান্ত্রিক মূল্যবোধ তুলে ধরার জন্য সরকার বদ্ধ পরিকর। সংবিধান শুধুমাত্র একটা বই নয় তা জনগণের আশা আকাঙ্খা পূরণের প্রতীক।
প্রধানমন্ত্রী আরও বলেন, জরুরি অবস্থা কি তা আজকালকার যুব সম্প্রদায় বুঝতে বা অনুভব করতে পারবে না। স্বাধীনতা ছাড়া বেঁচে থাকার যে কঠিন তা তারা জানে না। যে দলটির অভ্যন্তরীণ গণতন্ত্র নেই। সেই দলটির গণতন্ত্রের আদর্শে চলতে পারবে না।
জরুরি অবস্থার সময় নির্ভীক সাংবাদিকদের স্মৃতিচারণা করেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া এক্সপ্রেসের সাংবাদিক রামনাথ গোয়েঙ্কা, স্টেটসম্যানের সাংবাদিক কুলদীপ নায়ার গণতন্ত্রের স্বপক্ষে সংগ্রাম চালিয়ে যাওয়ার স্মৃতিচারণা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের মধ্যে বেশির ভাগই আমাদের সমর্থন করে না। কুলদীপ নায়ার আমাদের সমালোচক। কিন্তু তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন।এর জন্য আমি তাদের কুর্নিশ জানাই।
প্রসঙ্গত গোটা দেশজুড়ে কালা দিবস পালন করছে বিজেপি। জরুরি অবস্থার ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *