BRAKING NEWS

শিক্ষা, অর্থনীতি, উন্নয়নই ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চিন্তার মূল ভিত্তি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

রাজগঢ়, ২৩ জুন (হি.স.) : মধ্যপ্রদেশের রাজগঢ়ে মোহনপোরায় বক্তব্য রাখতে গিয়ে স্বাধীনতা সংগ্রামী, শিক্ষাবিদ, অখিল ভারতীয় হিন্দু মহাসভার প্রাক্তন সভাপতি, ভারতীয় জন সঙ্ঘের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গ রাজ্যের জনক ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার প্রধানমন্ত্রী বলেন, ‘শিক্ষা, অর্থনীতি, উন্নয়নের মিশ্রণে ড. মুখোপাধ্যায়ের চিন্তার মূল ভিত্তি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তার উপর তিনি বিশেষ জোর দিয়েছিলেন। তাঁর দৃষ্টিভঙ্গি আজও আমাদের অনুপ্রাণিত করে। তাঁর দেখানো পথেই সরকার এগিয়ে চলেছে। স্কিল ইন্ডিয়া, স্টার্ট আপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া, মুদ্রা যোজনা মধ্যে তাঁর চেতনার ছোঁয়া রয়েছে।’
কেন্দ্রীয় সরকারের সাফল্য তুলে ধরে বিরোধীদের নিন্দায় মুখর হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কিছু মানুষ রয়েছেন যারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে। বাস্তব পরিস্থিতি তারা জানে না। কর্মসংস্থানের প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, কর্মসংস্থানের তৈরির জন্য মুদ্রা যোজনা এনেছে। কেন্দ্রের অন্যান্য প্রকল্পগুলি থেকে সাধারণ মানুষ যাতে সুবিধা নিতে পারে তার উপর নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কেন্দ্র কাজ করে চলেছে। আমাদের সরকার জনগণের উপর আস্থাশীল। উন্নয়ন জন্যই সম্পদ ব্যবহার করা হয়।
নাম না করে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রধানমন্ত্রী বলেন, যে কাজগুলি এখন হয়েছে তা আগের সরকারের আমলেই হয়ে যাওয়া উচিত ছিল। তাদের কে কেউ বাঁধা দিতো না। যে দলটি দীর্ঘ সময় ক্ষমতা ছিল তারা জনগণের প্রতি আস্থাশীল ছিল না।
মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, শিবরাজ সিং চৌহানের সরকার মধ্যপ্রদেশের হৃত গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করে চলেছে। ক্ষুদ্র সেচ প্রকল্পের জন্য রাজ্য সরকার এখনও পর্যন্ত ৭০০০০ কোটি টাকা খবচ করা হয়েছে। আমি আপনাদের নিশ্চিত করে বলছি মধ্যপ্রদেশ সরকারকে কেন্দ্র সমস্ত রকমের সাহায্য করবে।
এর আগে ভিন্ন প্রকল্পের উদ্বোধনের উদ্দেশ্যে শনিবার মধ্যপ্রদেশে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| সর্বপ্রথম মধ্যপ্রদেশের রাজগঢ়ে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান| এরপর রাজগঢ় জেলায় মোহনপুরা সেচ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং জলসম্পদ মন্ত্রী নরোত্তম মিশ্র সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ|
মোহনপুরা সেচ প্রকল্পের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, মধ্যপ্রদেশের জনগণের জন্য মোহনপুরা সেচ প্রকল্প উদ্বোধন করতে পেরে আমি খুবই খুশি| পাশাপাশি প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা জানিয়েছেন সেই সমস্ত শ্রমিকদের, যাঁরা নিরন্তর প্রচেষ্টা করে এই প্রকল্পকে বাস্তবায়িত করেছেন| প্রধানমন্ত্রীর কথায়, ‘বোতাম টিপে আমি শুধুমাত্র প্রকল্পটির আনুষ্ঠানিক সূচনা করছি, কিন্তু বাস্তব সূচনা তখনই হয়ে গিয়েছিল যখন তাঁরা (শ্রমিক) কঠোর পরিশ্রম করেছিলেন|’ প্রসঙ্গত, মোহনপুর সেচ প্রকল্পের সৌজন্যে উপকৃত হবে অন্তত ৭২৭টি গ্রাম|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *