BRAKING NEWS

উড়ানপথ যোগাযোগে ভারত ও নেপালের মধ্যে চারটি নতুন বিমানপথ

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.) : ভারত ও নেপালের উড়ানপথ যোগাযোগে চারটি নতুন বিমান প্রবেশ পথের অনুমতি দিল ভারত৷ দেশের পূর্ব ও পশ্চিমাঞ্চলের দিক থেকে হবে প্রবেশপথ৷ মূলত নেপালের জন্য এই নতুন পথের সম্মতি দিয়েছে ভারত বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, ইতিমধ্যেই যে চারটি পথ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেগুলি হল কাঠমান্ডু-বিরাটনগর-ঢাকা, কাঠমান্ডু-জনকপুর-কলকাতা, নেপালের পূর্ব দিক থেকে কাঠমুন্ডু-জনকপুর-পাটনা আর পশ্চিম দিক থেকে কাঠমান্ডু-মহেন্দ্রনগর-দিল্লি (এল ৬২৬)৷ তবে ভারত সেই সমস্ত বিমানকেই প্রবেশের অনুমতি দেবে যাদের ওড়ার উচ্চতা ১৫ হাজার থেকে ২৪ হাজার ফুটের মধ্যে থাকবে৷
এই পথ তৈরি এবং পথের নিরাপত্তার জন্য নেপালের সিভিল এভিয়েশন অথরিটি বা সিএএ এবং ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এএআই মিলিত ভাবে একটি চুক্তি সাক্ষর করেছে৷ চুক্তি সাক্ষরিত হওয়ার পর পূর্বের জনকপুর থেকে, পশ্চিমাঞ্চলের মধ্য-পশ্চিমে নেপালগঞ্জ ও মহেন্দ্রনগর থেকে কীভাবে বিমান প্রবেশ এবং উড়বে, তা নিয়ে এক বৈঠক ইতিমধ্যেই আলোচনা হয়েছে৷ তবে এই নতুন প্রবেশ পথের সমস্ত কাজ শুরু হতে আরও এক বছর সময় লাগতে পারে৷
জানা গিয়েছে, এই সিদ্ধান্তের কথা প্রথম বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ২০১৪ সালে যখন তিনি কাঠমুন্ডু সফরে গিয়েছিলেন, তখনই এই প্রস্তাব দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *