BRAKING NEWS

আপ-এর ধর্না : কেজরিওয়ালের দলকে খোঁচা নকভির

নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): দেখতে দেখতে অষ্টম দিনে পড়ল আম আদমি পার্টি (আপ)-র ধর্না| আইএএস আধিকারিকদের ‘অঘোষিত’ কর্মবিরতি| প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত| এই বিষয়ে উপ-রাজ্যপাল অনিল বৈজল ও কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করে চলতি মাসের ১১ জুন থেকে লেফটেন্যান্ট গর্ভনরের অফিসে ধর্না দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, স্বাস্থ্যমন্ত্রী সতেন্দ্র জৈন সহ অন্যান্যরা| অনশনরত অবস্থায় ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সত্যেন্দ্র জৈন| তিনি এখন হাসপাতালে ভর্তি| দেখতে দেখতে, সোমবার অষ্টম দিনে পড়ল আম আদমি পার্টি (আপ)-র ধর্না|
অষ্টম দিনে আপ-এর ধর্না-প্রতিবাদকে খোঁচা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী মুক্তার আব্বাস নকভি| সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নকভি বলেছেন, ‘কিছু করার সময় শুন্য, কিন্তু ধর্নায় হিরো| এটাই তাঁদের মানসিকতা| এই মানসিকতা দিল্লিবাসীর বিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে|’ এদিকে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ধর্নার প্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক বিজেন্দর গুপ্তা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *