BRAKING NEWS

রাজ্যেও পালিত ঈদ-উল-ফিতর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন৷৷ শনিবার ছিল ঈদ-উল- ফিতর৷ গোটা বিশ্বের সঙ্গে সংগঠিত রেকে রাজ্যেও আজ এই উৎসব পালিত হচ্ছে৷ এই উৎসবকে কেন্দ্র রাজ্যে সবকয়টি মসজিদকে সাজিয়ে তোলা হয়েছে৷ শনিবার সকাল থেকেই রাজ্যের সবকয়টি ইদগাহ- মসজিদে নামাজের মধ্যে দিয়ে শুরু হয়েছে এই পবিত্র উৎসব৷ আজকের পবিত্র উৎসবের মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শিবনগরস্থিত গেদু মিয়াঁর মসজিদ প্রাঙ্গণে৷ সেখানে শনিবার সকাল ৯ টায় প্রথা রীতিনীতি মেনে কেন্দ্রীয়ভাবে নামাজ পাঠ শুরু হয়৷ নামাজ পাঠ করান মৌলানা আব্দুর রহমান ও মৌলানা মইনুল হক৷ পবিত্র উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সহকারি হাইকমিশনার, আধিকারিক ও কর্মীরা৷ রাজ্যের সেনা ও আধা সেনা বাহিনীর মুসলমান ধর্মাবলম্বী অফিসার ও জওয়ানরা উপস্থিত ছিলেন৷ এদিকে কেন্দ্রীয় চাঁদ দর্শন কমিটির চেয়ারম্যান সহিদ চৌধুরী ঈদ উপলক্ষে সব অংশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন৷ উল্লেখ্য, গোটা বিশ্বের সাথে এই দেশেও আজকের দিনটি মুসলিম ধর্মালম্বীদের মধ্যে এক খুশির মেজাজ লক্ষ করা যায়৷ দীর্ঘ ১ মাস কঠিন সংযমের পর আজকের দিনটি তাঁদের জীবনে খুশির এক নতুন বার্তা আনে বলে জানান হয়েছে৷ ফলে আজকে পবিত্র রমজান মাসের পর এই খুশির ঈদ মুসলিম ধর্মাবলম্বী সহ সমস্ত অংশের মানুষের মধ্যে এক নতুন ঐক্যের বাতাবরণ সৃষ্টি করবে বলে মসজিদ কমিটির পক্ষ থেকে মোঃ নরুল জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *