BRAKING NEWS

ঈদেও অশান্ত কাশ্মীর, আর্নিয়া সেক্টরে পাকিস্তানি হামলা

শ্রীনগর, ১৬ জুন (হি.স.): খুশির ঈদেও অশান্ত জম্মু ও কাশ্মীরের, ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত| শনিবার ভোর চারটে নাগাদ জম্মু ও কাশ্মীরের আর্নিয়া সেক্টরে ভারত-পাকিস্তানি আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী| কালবিলম্ব না করে শত্রুপক্ষকে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)| বিএসএফ-এর ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, ‘শনিবার ভোর চারটে নাগাদ আর্নিয়া সেক্টরে গুলিবর্ষণ করে পাকিস্তানি রেঞ্জার্স| প্রত্যাঘাতে যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী|’ পাক হামলায় ভারতীয় ভূখণ্ডে প্রাণহানির কোনও খবর নেই|
পাকিস্তানি সেনাবাহিনীর লাগাতার হামলার জেরে বীতশ্রদ্ধ ভারতীয় সেনা জওয়ানরা| কিছুদিন আগেই জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার, রামগড় সেক্টরে পাকিস্তানি হামলায় শহিদ হন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র একজন অফিসার সহ চারজন জওয়ান| এমতাবস্থায় ওয়াঘা সীমান্তে, ইন্দো-পাক সীমান্তের ছবিটা এবার একেবারে অন্যরকম| ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে এ বছর আটারি-ওয়াঘা সীমান্তে পাকিস্তানি রেঞ্জার্সদের মিষ্টি বিতরণ করলেন না সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *