BRAKING NEWS

দক্ষিণ মুম্বইয়ের কোঠারি বিল্ডিংয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড, আহত দু’জন দমকল কর্মী

মুম্বই, ৯ জুন (হি.স.): সাত সকালে আগুন-আতঙ্ক বাণিজ্যনগরী মুম্বইয়ে| শনিবার ভোর চারটে নাগাদ দক্ষিণ মুম্বইয়ের ফোর্ট এলাকায় অবস্থিত কোঠারি বিল্ডিংয়ের (লাইট অফ এশিয়া) পটেল চেম্বার্স-এ বিধ্বংসী আগুন লাগে| পাঁচতলা ওই বহুতলের গ্রাউন্ড ফ্লোর সহ বিল্ডিংয়ের বিভিন্ন প্রান্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় কোঠারি বিল্ডিং সহ সন্নিহিত এলাকা| দাউ দাউ করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা| অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই প্রথমে আগুন নেভাতে আসে ঘটনাস্থলে আসে দমকলের ১২টি ইঞ্জিন, পরে আরও চারটি ইঞ্জিন আগুন নেভাতে ঘটনাস্থলে আসে| দমকলের ১৬টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণ এসেছে| অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| আগুন নেভানোর সময় আচমকাই বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ে, তখনই আহত হয়েছেন দু’জন দমকল কর্মী|
পুলিশ ও দমকল সূত্রের খবর, শনিবার ভোর চারটে নাগাদ ফোর্ট এলাকায় অবস্থিত কোঠারি বিল্ডিংয়ের (লাইট অফ এশিয়া) পটেল চেম্বার্স-এ বিধ্বংসী আগুন লাগে| আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| গোটা বিল্ডিং ও সন্নিহিত এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়| আগুন নেভানোর সময় আচমকাই ভেঙে পড়ে বিল্ডিংয়ের একাংশ, তখনই আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| দমকলের ১৬টি ইঞ্জিন ও দমকল কর্মীদের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণ এসেছে| পদস্থ এক দমকল অফিসার জানিয়েছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় সামান্য আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| বাকিরা প্রত্যেকেই সুরক্ষিত| দমকলের ১৬টি ইঞ্জিন, ১১টি জলের ট্যাঙ্কার এবং ১৫০ জন দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা চালায়| আপাতত আগুন নিয়ন্ত্রণে| আগুন লাগার সময় বিল্ডিংটি সম্পূর্ণ খালি ছিল, তাই আগুন লাগার কারণ তদন্ত করে দেখা হবে|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *