BRAKING NEWS

আফগানিস্তানে তালিবান হামলা, মৃত্যু ১৭ জন আফগান সৈনিকের

কাবুল, ৯ জুন (হি.স.): পশ্চিমাঞ্চলীয় আফগানিস্তানে হেরাত প্রদেশে তালিবান হামলায় প্রাণ হারালেন ১৭ জন আফগান সৈনিক| স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার রাতে পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের জাউল জেলায় সেনাবাহিনীর চেকপয়েন্টে হামলা চালায় সশস্ত্র তালিবান সন্ত্রাসবাদীরা| অতর্কিতে হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন আফগান সৈনিক| শনিবার হেরাত প্রদেশের প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জেলানি ফারহাদ জানিয়েছেন, শুক্রবার রাতে জাউল জেলায় সেনাবাহিনীর চেকপয়েন্টে হামলা চালায় সশস্ত্র তালিবান সন্ত্রাসবাদীরা| তালিবান হামলায় প্রাণ হারিয়েছেন ১৭ জন আফগান সৈনিক| মৃতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারে, কারণ আরও ১৩ জন গুরুতর জখম হয়েছেন| সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে তালিবান জঙ্গি সংগঠন|

ইতিমধ্যেই সংঘর্ষ বিরতির ঘোষণা করেছে তালিবান জঙ্গি সংগঠন। তালিবানদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে তিন দিনের জন্য সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই তিনদিন আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী উপর কোনও রকমের আক্রমণ চালাবে না তারা। অথচ এরই মধ্যে হামলা চালাল তালিবান জঙ্গি সংগঠন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *